Advertisement
Advertisement

Breaking News

দুর্যোগ কাটিয়ে খুলল সেবকের রাস্তা, বড় ক্ষতির আশঙ্কায় ঘুম উড়েছে বাসিন্দাদের

দুর্ঘটনা এড়াতে নজরদারি শুরু করেছে প্রশাসন৷

Sebak Road reopens, locals fear another landslide
Published by: Kumaresh Halder
  • Posted:September 12, 2018 2:22 pm
  • Updated:September 12, 2018 2:22 pm  

অরূপ বসাক, মালবাজার: অবশেষে খুলে গেল সেবকের রাস্তা৷ তবে, এখনই বড় গাড়ি চলাচলের পরিস্থিতি তৈরি না হলেও ছোট গাড়ি সেবক দিয়ে চলানোর ব্যবস্থা করেছে স্থানীয় প্রশাসন৷

[ভূমিকম্পের আতঙ্কে সিঁড়ি থেকে পড়ে প্রাণ হারালেন শিলিগুড়ির যুবক]

মঙ্গলবার ভোরে সেবকের মংপংয়ের কাছে বিরাট ধস নামে৷ মংপংয়ের কাছে ৯ নম্বর জাতীয় সড়কে প্রায় ৫০ মিটার বসে যায়৷ ফলে, ব্যাহত হয় সড়ক যোগাযোগ৷ ধসের জেরে সেবক দিয়ে শিলিগুড়ির সঙ্গে ডুয়ার্স ও ভুটানের যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়৷ যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করে জাতীয় সড়ক কর্তৃপক্ষ৷ পরে, কিছুটা নিয়ন্ত্রণে আনা হয় পরিস্থিতি৷ রাতের দিকে কয়েকটি ছোট গাড়িও পারাপারের ব্যবস্থা করা হয়৷ তবে, রাতে বৃষ্টি শুরু হওয়ায় ফের বসে যায় রাস্তাটি। যার ফলে সকালের দিকে বেশ কিছুক্ষণ গাড়ি চলাচল বন্ধ করতে বাধ্য হয় প্রশাসন৷

Advertisement

[প্রসাদী ‘কারণ সুধা’য় মজেছে ভক্তগণ, মদ বিক্রিতে রেকর্ড তারাপীঠে]

দু’টি জেসিবি আনিয়ে রাস্তার বসে যাওয়া অংশে বালি পাথর ফেলে উঁচু করা হয়। এরপর থেকে শুরু হয় গাড়ি চলাচল। তবে, খুবই ধীর গতিতে চলছে গাড়ি৷ ফলে, রাস্তার দু’ধারে গাড়ির লাইন জমতে শুরু করে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একে একে গাড়ি ছাড়ারও ব্যবস্থা শুরু করেছে প্রশাসন৷ তবে, নতুন করে বৃষ্টি শুরুর আগেই গাড়িগুলি পারাপারের কাজও চলছে দ্রুত গতিতে৷ কারণ, বৃষ্টি হলেই রাস্তা বসে যাচ্ছে৷ ফলে, সবদিক খতিয়ে দেখে আগাম সতর্কতা জারি করেছে প্রশাসন৷ দুর্ঘটনা এড়াতে নজরদারিও শুরু হয়েছে বলে খবর৷ তবে, যে ভাবে নাগাড়ে বৃষ্টি হচ্ছে, তাতে যে কোনও সময় এই পাহাড়ের কিছু অংশ ভেঙে তিস্তা গর্ভে চলে যেতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা৷ তখনও বহুদিনের জন্য যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে বলে মনে করছে অনেকে৷

[শাসকদলের তাবেদারি করছে প্রশাসন, অভিযোগে ‘অর্ধনগ্ন’ প্রতিবাদ বিজেপি-র]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement