Advertisement
Advertisement

স্কুলে বসছে দোলনা-স্লিপ, বিধানসভায় ঘোষণা পার্থর

পার্থবাবু মনে করছেন, শিশুদের মানসিক বিকাশের জন্য খেলাধুলা করা প্রয়োজন৷ আর এই সমস্ত খেলার সরঞ্জাম শিশুদের কাছে খুবই আকর্ষণীয়৷

School will be decorated with slip and swing, said Partha
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 27, 2016 6:49 pm
  • Updated:July 25, 2022 12:53 pm  

স্টাফ রিপোর্টার: ক্লাসের ফাঁকেই এবার মিলবে একটু দোলনায় দুলে নেওয়ার সুযোগ৷ কিংবা চড়ে নেওয়া যাবে স্লিপও৷ কচিকাঁচাদের আরও বেশি স্কুলমুখী করতে জুতো, সাইলেকের পর এবার স্কুলেই বিনোদন পার্কের ব্যবস্থা রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার৷ রাজ্যের প্রাথমিক স্কুলের মাঠ কিংবা ফাঁকা জমিতে এবার থেকে রাখা হবে দোলনা, ‘স্লিপ’ কিংবা ‘সি-স’-র মতো একাধিক খেলাধুলার সরঞ্জাম৷

সোমবার বিধানসভায় প্রশ্নোত্তর বিভাগে এক প্রশ্নের উত্তরে একথা জানান শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ মন্ত্রীর কথায়, যে সমস্ত স্কুলে ফাঁকা জমি কিংবা খেলার মাঠ আছে সেখানে এই খেলাধুলার সরঞ্জামগুলি রাখতে পারবে কর্তৃপক্ষ৷ ইতিমধ্যেই বিষয়টি নিয়ে দফায় দফায় বৈঠক করেছে স্কুলশিক্ষা দফতর৷ জারি হচ্ছে নির্দেশিকা৷ দ্রুত ওই নির্দেশিকা প্রাথমিক স্কুলগুলির কাছে পাঠানো হবে৷ কারা ওই খেলাধুলার সরঞ্জাম দেবে তা নিয়ে টেন্ডারও হয়ে গিয়েছে৷ একটি সরকারি সংস্থাই ওই টেন্ডার পেয়েছে৷

Advertisement

পার্থবাবু মনে করছেন, শিশুদের মানসিক বিকাশের জন্য খেলাধুলা করা প্রয়োজন৷ আর এই সমস্ত খেলার সরঞ্জাম শিশুদের কাছে খুবই আকর্ষণীয়৷ এগুলি স্কুলে আসার প্রতি শিশুদের আকর্ষণ আরও বাড়াবে৷ মিলবে পড়াশোনায় উৎসাহ৷ কমবে স্কুলছুট৷ অন্যদিকে এদিন শিক্ষামন্ত্রী আরও জানান, শিক্ষক নিয়োগের ধাঁচে রাজ্যের স্কুলগুলিতে শিক্ষাকর্মী নিয়োগের জন্যও এবার পৃথক কমিশন গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে৷ এক্ষেত্রে জেলাভিত্তিক শিক্ষাকর্মী নিয়োগ হবে৷ রাজ্যের স্কুলগুলিতে বেশ কয়েক ধরনের অশিক্ষক কর্মী রয়েছেন৷ সরকারি কলেজের ধাঁচে সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজগুলিতেও বদলি প্রক্রিয়া চালুর ভাবনাচিন্তা শুরু হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী৷

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement