Advertisement
Advertisement

Breaking News

গৃহবধূকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত স্কুল শিক্ষক

পলাতক অভিযুক্ত, তদন্ত শুরু পুলিশের৷

School teacher accused to rape a housewife

প্রতীকী ছবি।

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 12, 2018 7:48 pm
  • Updated:June 12, 2018 7:48 pm  

বাবুল হক, মালদহ: বাড়িতে ঢুকে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল প্রাথমিক স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে। ধর্ষণে বাধা দিলে ওই গৃহবধূকে মারধরও করা হয় বলে অভিযোগ। মালদহের মানিকচকের ঘটনা৷ পলাতক অভিযুক্ত স্কুল শিক্ষক৷ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ৷

[মেসিই ধ্যান-জ্ঞান চা বিক্রেতার, ইছাপুরে ‘আর্জেন্টিনা’ চায়ের দোকান]

Advertisement

মঙ্গলবার ভোরে বাড়িতে একাই ছিলেন মালদহের মানিকচক থানার সৈয়দপুর গ্রামের বছর পঁচিশের ওই গৃহবধূ৷ তাঁর স্বামী ভুটভুটি চালক হওয়ায় সকালেই কাজে চলে যান তিনি৷ অভিযোগ, দরজা খোলা পেয়ে সুযোগ বুঝে সেই সময়ই ঘরে ঢোকে অভিযুক্ত নয়ন কর্মকার৷ বছর পয়তাল্লিশের ওই ব্যক্তি পেশায় স্কুল শিক্ষক৷ পুলিশকে দেওয়া বিবরণে নির্যাতিতা মহিলা জানায়, বাড়িতে ঢুকেই তাঁর মুখ চেপে ধরে অভিযুক্ত৷ এরপর তাঁর শাড়ি ছিঁড়ে ধর্ষণের চেষ্টা করে সে৷ সঙ্গে সঙ্গে প্রতিরোধ করেন নির্যাতিতা৷ তখন তাঁর উপর চলে অকথ্য অত্যাচার৷ তাঁকে কিল, চর, ঘুসি মারতে থাকে অভিযুক্ত নয়ন৷

[ফেসবুকে চাকরির টোপ দিয়ে দুই নাবালিকাকে অপহরণ, পলাতক অভিযুক্ত]

এরপর নির্যাতিতা মহিলা চিৎকার করলে, ছুটে আসে প্রতিবেশীরা৷ সঙ্গে সঙ্গে চম্পট দেয় অভিযুক্ত৷ ঘটনায় যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েন ওই মহিলা৷ প্রতিবেশীদের সহায়তায় পরে তিনি অভিযোগ দায়ের করেন মানিকচক থানায়৷ তাঁর অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ৷ খোঁজ চলছে পলাতক অভিযুক্তের৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement