অর্ণব দাস, বারাসত: টাকা চেয়ে হুমকি ফোন। টাকা না দিলে নেমে আসবে বড় বিপদ। বেছে বেছে এধরনের ফোন পাচ্ছে স্কুল ছাত্রীদের পরিবার। মিলছে খুনের হুমকিও। উড়ো ফোনের চোটে কার্যত ঘরবন্দি ছাত্রীরা। যেতে পারছে না স্কুলেও। এমন ঘটনায় আতঙ্কে কাঁটা দত্তপুকুরের স্কুল ছাত্রীদের পরিবার।
দত্তপুকুরের স্কুল ছাত্রীর পরিবারে একের পর এক উড়োফোন আসছে বলে অভিযোগ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই ঘটনায় দুই অভিভাবক দত্তপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগকারী দুই ছাত্রীর পরিবারে একই নম্বর থেকে ফোন করা হয়েছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
দত্তপুকুর এলাকায় নিবাধুই গার্লস হাই স্কুল, কাশেমপুর বালিকা বিদ্যালয় এবং একটি নামি বেসরকারি স্কুল রয়েছে। অভিযোগ, বেশ কয়েকদিন ধরেই ওই স্কুলগুলির একাধিক ছাত্রীর পরিবারকে ফোন করে টাকা চেয়ে হুমকি দেওয়া হচ্ছে। টাকা না দিলে বড় বিপদ হতে পারে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। ছাত্রীদের প্রাননাশের হুঁশিয়ারি দেওয়া হয় বলেও অভিযোগ।
পঞ্চম থেকে দশম শ্রেণির একাধিক ছাত্রীর পরিবারের কাছে এধরনের ফোন আসায় আতঙ্কিত অভিভাবকরা। ছাত্রীদের স্কুলে পাঠাতেও ভয় পাচ্ছেন তাঁরা। শুক্রবার এবিষয়ে নিবাধুই গার্লস হাইস্কুল এবং বেসরকারি স্কুলের দুই ছাত্রী অভিভাবক দত্তপুকুর থানায় অভিযোগ দায়ের করে। পুলিশ জানিয়েছে, দুজনকেই একই ধরনের হুমকি দেওয়া হয়েছে। যে নম্বর থেকে ফোন এসেছে তার সূত্র ধরে অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। কোনও একজন নাকি এই হুমকির পিছনে কোনও একটি চক্র কাজ করছে তা খতিয়ে দেখছে পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.