Advertisement
Advertisement

Breaking News

তিনদিন ছাত্র, তিনদিন ছাত্রী, স্কুলের সিদ্ধান্তে পথে পড়ুয়ারা

স্কুলে ঘর কম, শিক্ষক কম অথচ পড়ুয়ার সংখ্যা বেশি৷ সেই সমস্যা সমাধানেই নাকি এই সিদ্ধান্ত৷

School students agitation at Tehatta
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 28, 2016 12:14 pm
  • Updated:June 28, 2016 12:33 pm  

নিজস্ব সংবাদদাতা, তেহট্ট: ৩ দিন ছাত্রদের আর ৩ দিন ছাত্রীদের ক্লাস করানো হবে৷ সিদ্ধান্ত তেহট্টের তরণীপুর হাই স্কুলের ম্যানেজিং কমিটির৷ বৈষম্যের এই রীতির বিরুদ্ধেই পথে নামে স্কুলের ছাত্র-ছাত্রীরা৷ পড়ুয়াদের সঙ্গে প্রতিবাদে রাস্তা অবরোধে নামেন অভিভাকরাও৷ যানজটে জেরবার হয় তেহট্টের জনজীবন৷ শেষে পুলিশি হস্তক্ষেপে অবরোধ ওঠে৷

দিনকয়েক আগেই স্কুল কমিটি এই অদ্ভূত সিদ্ধান্ত নেয়৷ যুক্তি, একাদশ শ্রেণিতে ছাত্র-ছাত্রীর সংখ্যা বাড়ায় এই নীতি নিতে তাঁরা ব্যধ্য হয়েছেন৷ প্রধান শিক্ষক সুজিত মণ্ডল বলেন, স্কুলে ঘর কম, শিক্ষক কম অথচ পড়ুয়ার সংখ্যা বেশি৷ সেই সমস্যা সমাধানে এই সিদ্ধান্ত৷ শনিবার নোটিস দিয়ে বিষয়টি পড়ুয়াদের জানিয়ে দেওয়া হয়৷ সোমবার থেকে সেইমতো ক্লাস হওয়ার কথা ছিল৷

Advertisement

কিন্তু তার আগেই বাধে গণ্ডগোল৷ স্কুল কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিরুদ্ধে সড়ক অবরোধ করে ছাত্র-ছাত্রীরা৷ স্কুল পরিচালন কমিটির সভাপতি নিজামুদ্দিন মল্লিক বলেন, সমস্যার কারণেই সাময়িকভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল৷ তেহট্টের মহকুমা শাসক অর্ণব চট্টোপাধ্যায় বলেন, বিষয়টি জানতে পেরেই এআইকে জানিয়েছি৷ স্কুলের সিদ্ধান্ত এআই বা ডিআই নিয়ে থাকেন৷ এআই মনোতোষ বিশ্বাসের বক্তব্য, তিনদিন-তিনদিন আলাদাভাবে ছাত্র-ছাত্রীদের পড়ানোর কোনও এক্তিয়ার স্কুল পরিচালন কমিটির নেই৷ কমিটিও অবশেষে সিদ্ধান্তকে ভুল বলে মেনে নিয়ে পড়ুয়াদের ভুল বোঝাবুঝি থেকে বেরিয়ে আসার আবেদন জানান৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement