Advertisement
Advertisement
Nadia

জগদ্ধাত্রী পুজোয় বাড়ির আলো ঠিক করতে গিয়ে অঘটন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু স্কুলছাত্রের

জগদ্ধাত্রী পুজোর মরশুমে ম্লান উৎসবের আনন্দ।

School student dies of electrocution in Nadia । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:November 19, 2023 9:57 am
  • Updated:November 19, 2023 11:04 am  

রমণী বিশ্বাস, তেহট্ট: জগদ্ধাত্রী পুজোর মরশুমে অঘটন। ম্লান উৎসবের আনন্দ। জগদ্ধাত্রী পুজো উপলক্ষে বাড়িতে জ্বালানো আলো ঠিক করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু একাদশ শ্রেণির ছাত্রের। নদিয়ার তেহট্টের হাউলিয়ায় শোকের ছায়া।

মৃত বছর সতেরোর সায়ন দাস বৈরাগ্য। তেহট্টের হাউলিয়া মোড় এলাকার বাসিন্দা সে। জগদ্ধাত্রী পুজো উপলক্ষে আলো দিয়ে বাড়ি সাজিয়েছিল একাদশ শ্রেণির ছাত্র। গত শনিবার রাতে বাড়ির ছাদে আলো ঠিক করছিল সায়ন। সেই সময় বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। অসুস্থ অবস্থায় মাটিয়ে লুটিয়ে পড়ে স্কুলছাত্রী।

Advertisement

[আরও পড়ুন: পর্ন ছবিতে অভিনয়ের চাপ শ্বশুরবাড়ির! মেয়ের আত্মহত্যার বিচার না পেয়ে আত্মঘাতী মা’ও]

সায়ন অসুস্থ হয়ে পড়ার পরই হইচই শুরু হয়। পরিবারের সদস্যরা দেখতে পেয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। ওই স্কুলছাত্রকে উদ্ধার করে তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শেষরক্ষা হয়নি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সায়নের। এই মর্মান্তিক দুর্ঘটনায় গোটা পরিবারে শোকের ছায়া। চোখের জল বাঁধ মানছে না তার পরিজনদের। মন ভালো নেই প্রতিবেশীদেরও।

দেখুন ভিডিও:

[আরও পড়ুন: ফের রেফার রোগ! ৪ হাসপাতাল ঘুরে মৃত্যু হুগলির যুবকের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement