দেবব্রত মণ্ডল, বারুইপুর: চুরির ‘অপবাদে’ সপ্তম শ্রেণির ছাত্রকে পিটিয়ে মারার অভিযোগ। ঘটনাটি ঘটেছে বারুইপুর থানা এলাকার উত্তরভাগে। পরিবারের অভিযোগ, আশ্রমে অসামাজিক কাজ চলে। সেদিক থেকে নজর ঘোরাতেই এই ঘটনা। যদিও আশ্রমের তরফে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম পবিত্র সরদার। সে মামার বাড়িতে বেড়াতে এসেছিল। একটি আশ্রমে ঢুকে সে বিভিন্ন জিনিস চুরি করছিল বলে অভিযোগ। এই অভিযোগে তাকে আশ্রমে ডেকে পাঠানো হয়। তার পর তাকে বেধড়ক মারা হয়। গুরুতর আহত অবস্থায় বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে তাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা।
খবর পেয়ে মৃতের মামা ঘটনাস্থলে এলে তাঁকেও মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনার পরে ক্ষোভে ফেটে পড়ে এলাকার বাসিন্দারা। তাঁদের বক্তব্য এই আশ্রমে অসামাজিক কাজকর্ম হয়। সেই বিষয়টি ঢাকতেই এই ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় পবিত্রর মা বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এখনও পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। আশ্রমের সাথে যোগাযোগ করা হলে তারা কেউ কিছু বলতে চায়নি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.