Advertisement
Advertisement

Breaking News

Maldah

ঝোপে পড়ে দেহাংশ, গুদামের ছাদে মাথা, স্কুলছাত্রীর মুণ্ডহীন দেহ উদ্ধারে রণক্ষেত্র মালদহ

নিহত ছাত্রীর প্রতিবেশী যুবকের বাড়ি ভাঙচুর, আসবাবে আগুন ক্ষুব্ধ জনতার।

School student allegedly killed in Maldah । Sangbad Pratidin

প্রতীকী ছবি

Published by: Sayani Sen
  • Posted:February 1, 2024 9:14 am
  • Updated:February 1, 2024 9:36 am  

বাবুল হক, মালদহ: স্কুলছাত্রীর মুণ্ডহীন দেহ উদ্ধারের ঘটনায় রণক্ষেত্র মালদহের ইংরেজবাজারের। অপহরণ করে তাকে খুন করা হয়েছে বলেই অভিযোগ। নির্জন জায়গা থেকে উদ্ধার দেহাংশ। বেশ কিছুটা দূরে গুদামের ছাদে মিলল স্কুলছাত্রীর কাটা মাথা। নিহত ছাত্রীর প্রতিবেশী যুবকের বাড়ি ভাঙচুর ক্ষুব্ধ জনতার। ইংরেজবাজার থানা ঘেরাও প্রতিবেশীদের।

দিনদুয়েক আগে নিখোঁজ হয়ে যায় স্কুলছাত্রী। পরিবারের দায়ের করা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়। যে জায়গায় শেষবার দেখা গিয়েছিল ছাত্রীকে সেখানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। তদন্তকারীরা সিসিটিভি ফুটেজের সূত্র ধরে এক যুবককে শনাক্ত করে। টানা জেরায় খুনের কথা স্বীকার করে নেয় সে। এর পরই শুরু হয় দেহের খোঁজ।

Advertisement

[আরও পড়ুন: বন্ধ হচ্ছে পেটিএম পরিষেবা! কতদিন করা যাবে লেনদেন?]

বুধবার রাতে প্রথমে তাকে মালদহের আমবাজার এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে একটি নির্জন জায়গা থেকে তার দেহাংশ। এবং গুদামের ছাদ থেকে ছাত্রীর কাটা মাথা উদ্ধার করা হয়। নিখোঁজ স্কুলছাত্রীর দেহ উদ্ধারের পরই উত্তেজনা ছড়ায়। অভিযুক্তের বাড়ি ভাঙচুর করে উত্তেজিত জনতা। আসবাবপত্রে আগুনও লাগিয়ে দেয়। গভীর রাতের এই ঘটনা সামাল দিতে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। ঘটনাস্থলে যান ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীও। তবে কী কারণে স্কুলছাত্রীকে খুন করল সে, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

[আরও পড়ুন: হুইলচেয়ারে বসেছিলেন বৃদ্ধ রোগী, পদযাত্রা থামিয়ে চিকিৎসার ব্যবস্থা ‘ত্রাতা’ মমতার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement