চন্দ্রশেখর চট্টোপাধ্যায়, আসানসোল: সরকারি পথনির্দেশিকা সংক্রান্ত সাইবোর্ডে স্কুলের নামে ভুুল৷ বিতর্কে আসানসোল পুরনিগম৷ এই ভুল সাইবোর্ডকে ঘিরে তুঙ্গে বিতর্ক৷ সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে মশকরা৷ সরব হয়েছেন স্কুলের শিক্ষক-সহ স্থানীয় শিক্ষাবিদরা৷
[কয়লা শিল্পের ইতিহাস সংরক্ষণে মিউজিয়াম তৈরির সিদ্ধান্ত ইসিএলের ]
সম্প্রতি, এই বিতর্কিত সাইনবোর্ডটি পথচলতি মানুষের নজরে এসেছে আসানসোলের গড়াই রোডের উপর তুলসী রানি বালিকা শিক্ষা সদনের সামনে৷ পড়ুয়াদের যাতায়াতের সুবিধার্থে ও পথ নিরাপত্তার স্বার্থে সেখানে দুটি সাইনবোর্ড লাগায় আসানসোল পুরনিগম৷ সাদা রিফ্লেক্টর স্টিকারের উপর কালো রঙের বাংলা হরফে বোর্ডটিতে স্কুলের নামের বানান ভুল রয়েছে বলে বিতর্ক উঠেছে৷ বিষয়টি পথ চলতি মানুষ থেকে স্কুল পড়ুয়া, অভিভাবক ও স্কুলের শিক্ষিকাদের নজরে আসাতেই সমালোচনা শুরু হয়েছে৷ বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়াতেও প্রতিবাদে মুখর হয়েছেন অভিভাবকদের একাংশ৷ তাঁদের বক্তব্য স্কুলের সামনেই এমন ভুল বাংলা বানানের সাইনবোর্ডে দৃশ্যদূষণ করছে৷ পড়ুয়াদের উপর এর প্রভাব পড়বে৷ তুলসী রানি বালিকা শিক্ষা সদনের শিক্ষিকা মৈত্রেয়ী দাসের অভিযোগ স্কুলের সামনে পথ নিরাপত্তার সচেতনতামূলক সাইনবোর্ড অবশ্যই ভাল উদ্যোগ৷ কিন্তু ভুল বানান বড় বেশি দৃশ্য দূষণ ঘটাচ্ছে৷ তিনি বলেন, শুধু ভুল বানান নয়, স্কুলের নামটিও ভুল রয়েছে এখানে৷ একজন শিক্ষিকা হিসাবে এ বিষয়ে সংশ্লিষ্ট বিভাগকে আরও বেশি যত্নবান হওয়ার আবেদন রাখছি৷
[কাঁথির অশান্তিতে রিপোর্ট তলব দিল্লির, ক্ষুব্ধ মমতা]
অন্যদিকে আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় বলেন, ‘‘শহরের বিভিন্ন স্থানে এই ধরনের বোর্ড লাগানোর কাজ পিডব্লুডি বিভাগ করছে৷ আমি খোঁজ নিয়ে দেখব, ওই বোর্ডটি পুরনিগমের নাকি পিডব্লুডির৷ যদি পুরনিগমের হয় তবে ভুল বানানের বোর্ডটি সংশোধন করা হবে৷’’ বিশিষ্ট সাহিত্যিক মনোজ মাজি বলেন, ‘‘এর আগে আসানসোল জুড়ে সরাকারি পথ নির্দেশিকার সাইনবোর্ডগুলিতে বাংলাকে উপেক্ষা করা হয়েছিল৷ ইংরাজিতে লেখা হয়েছিল ওই সাইবোর্ডগুলি৷ এবার বাংলা সাইনবোর্ডে বানান ভুল চোখে পড়ছে৷ পুরনিগমের নিজস্ব বাংলা অ্যাকাডেমি রয়েছে৷ সেই সমস্ত সদস্য বা বিশেষজ্ঞদের নিয়ে আলোচনা করে বোর্ডগুলি লাগালে ভাল হয়৷ বাংলা ভাষা নিয়ে আরও যত্নবান হওয়া উচিত৷’’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.