রাজা দাস, বালুরঘাট: বিশ্ব নবী দিবসে ছুটি ঘোষণা করেছে রাজ্য শিক্ষা দপ্তর। জেলার সমস্ত সরকারি ও সরকার অনুমোদিত স্কুল বন্ধ। ব্যতিক্রম শুধু বালুরঘাট কবিতীর্থ বিদ্যানিকেতন। বুধবারও যথারীতি ক্লাস হয়েছে স্কুলে। আর তাতেই স্থানীয় বাসিন্দাদের রোষের মুখে পড়েছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। এই ঘটনার দায় অবশ্য দক্ষিণ দিনাজপুর জেলা শিক্ষা দপ্তরের ঘাড়েই চাপিয়েছেন তিনি।
[বিয়ের আগেই বেপাত্তা বর, শেষরাতে পাত্রীর মান বাঁচালেন মেদিনীপুরের যুবক]
স্কুলটি সরকারি। শিক্ষা দপ্তর যেদিন ছুটি ঘোষণা করবে, সেদিন স্কুল বন্ধ থাকবে। তবে সরকারি নিয়মেই পরিস্থিতির সাপেক্ষেও বছরে দু’দিন ছুটি ঘোষণা করতে পারেন প্রধান শিক্ষক। কিন্তু সরকারি নির্দেশ কি তিনি অমান্য করতে পারেন? এই প্রশ্নে বিতর্ক তুঙ্গে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে। স্থানীয় বাসিন্দাদের রোষের মুখে পড়েছেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। বুধবার ছিল বিশ্ব নবী দিবস। নবী দিবসে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠান করেছেন ইসলাম ধর্মালম্বীরা। রাজ্যের সমস্ত স্কুল বন্ধ রাখার নির্দেশিকা জারি করেছিল শিক্ষা দপ্তর। কিন্তু, সেই নির্দেশিকা মানলেন না দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট কবিতীর্থ বিদ্যানিকেতনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুবীর ঘোষ। বুধবারও স্কুল খোলা ছিল। ঘটনায় রীতিমতো ক্ষুদ্ধ স্থানীয় বাসিন্দা ও স্কুলের শিক্ষকদের একাংশ। তাঁদের রোষের মুখে পড়েছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।
বালুরঘাট শহরের অন্যতম নামী স্কুল বালুরঘাট কবিতীর্থ বিদ্যানিকেতন। পঞ্চম থেকে দশম শ্রেণির পর্যন্ত পঠনপাঠন চলে স্কুলটিতে। পড়ুয়া সাড়ে ছয়শোরও বেশি। বুধবার যখন জেলার সমস্ত সরকারি ও সরকার অনুমোদিত স্কুল বন্ধ ছিল, তখন ক্লাস করতে হল কবিতীর্থ বিদ্যানিকেতন স্কুলের পড়ুয়াদের। তবে অন্য দিনের থেকে উপস্থিতির হার ছিল অনেক কম। হাতে গোনা কয়েকজন পড়ুয়া এসেছিল স্কুলে।
কিন্তু, কতজন পড়ুয়া স্কুলে এসেছিল, সেটা বড় কথা নয়। সরকারি নির্দেশিকা উপেক্ষা করে কেন স্কুল খোলা রাখলেন বালুরঘাট কবিতীর্থ বিদ্যানিকেতনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুবীর ঘোষ? এই প্রশ্ন তুলে ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও শিক্ষকদের একাংশ। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের সাফাই, বুধবার স্কুল বন্ধ রাখতে হবে, জেলা শিক্ষা দপ্তর থেকে এমন কোনও নির্দেশিকা পাননি। তাই রোজকার মতোই বুধবার স্কুলে পঠনপাঠন চলেছে।
[একরাতে ৭ জন নাবালিকার বিয়ে আটকাল প্রশাসন, অভিভাবকদের সচেতনতা নিয়ে প্রশ্ন]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.