Advertisement
Advertisement

জঙ্গল থেকে উদ্ধার স্কুলছাত্রীর মৃতদেহ, পুলিশের উপর চড়াও স্থানীয়রা

পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি, জাতীয় সড়কে অবরোধ।

School girl murdered in Jamuria
Published by: Tanumoy Ghosal
  • Posted:December 21, 2018 1:47 pm
  • Updated:December 21, 2018 1:47 pm  

চন্দ্রশেখর চট্টোপাধ্যায়, আসানসোল: স্কুলছাত্রীর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড আসানসোলের জামুড়িয়ায়। ঘটনাস্থলে গেলে পুলিশের উপর চড়াও হন স্থানীয় বাসিন্দারা। চলে ইটবৃষ্টি, ভেঙে দেওয়া হয় পুলিশের গাড়িও।

[ সন্ধের পর বাইরে বেরোতে মানা, অভিমানে আত্মহত্যার চেষ্টা তিন ছাত্রীর]

Advertisement

বৃহস্পতিবার সন্ধ্যায় জামুড়িয়ার বোগড়া ৩২ নম্বর এলাকায় আচমকাই নিখোঁজ হয়ে যায় বছর বারোর এক স্কুলছাত্রী। পরিবারের লোকেদের দাবি, সন্ধ্যায় মোবাইলের সিম কেনার জন্য বাড়ি থেকে বেরিয়েছিল ওই কিশোরী, আর ফেরেনি। ঘটনার কয়েক ঘণ্টা পর বাড়ির পিছনে ওই কিশোরীর মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এরপরই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। খবর পেয়ে বোগড়া ৩২ নম্বর এলাকায় জামুড়িয়ার থানার পুলিশ যখন পৌছায়, তখন পুলিশকর্মীদের সঙ্গে প্রথম ধস্তাধস্তি শুরু হয় স্থানীয় বাসিন্দাদের। এরপর জোর করে মৃতদেহ উদ্ধার করতে গেলে পুলিশকর্মীদের লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু করেন বিক্ষোভকারীরা। শেষপর্যন্ত পুলিশ মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যাওয়ার পর, বৃহস্পতিবার গভীররাতে দুই নম্বর জাতীয় সড়কে অবরোধ করেন জামুড়িয়ার বোগড়া ৩২ নম্বর এলাকার বাসিন্দারা। জামুড়িয়া থানার বিশাল পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শুক্রবার সকালেও এলাকা যথেষ্ট থমথমে। মোতায়েন প্রচুর পুলিশ।

স্থানীয় বাসিন্দারের অভিযোগ, গত কয়েক দিন ধরেই বোগড়া ৩২ নম্বর এলাকায় সমাজবিরোধীদের দৌরাত্ম্য বেড়েছে। রাতে বসছে মদের আসর। ওই কিশোরীকে ধর্ষণ করে খুন করেছে দুষ্কৃতীরা। ঘটনার তদন্তে নেমেছে জামুড়িয়া থানার পুলিশ। এখনও কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ।

[ ইংলিশ চ্যানেল জয় করেও নেই স্পনসর, সায়নীর পাশে রাজ্য সরকার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement