Advertisement
Advertisement
Nadia

বাড়িতে ঢুকে ‘গণধর্ষণ’, তেহট্টে ৩ যুবকের যৌন লালসার শিকার নাবালিকা!

ঘটনা জানাজানি হওয়ায় অভিযুক্তদের পরিবারের লোকজন নির্যাতিতার বাবা ও কাকিমাকে মারধর করে বলেই অভিযোগ।

School girl allegedly gangraped in Nadia

প্রতীকী ছবি।

Published by: Sayani Sen
  • Posted:April 15, 2024 11:11 am
  • Updated:April 15, 2024 11:11 am  

রমণী বিশ্বাস, তেহট্ট: ফের রাজ্যে গণধর্ষণের অভিযোগ। তিন যুবকের যৌন লালসার শিকার নাবালিকা। ঘটনা জানাজানি হওয়ায় অভিযুক্তদের পরিবারের লোকজন নির্যাতিতার বাবা ও কাকিমাকে মারধর করে বলেও অভিযোগ। নদিয়ার তেহট্টের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য।

নাবালিকার মা জানান, পয়লা বৈশাখে ওই এলাকায় একটি মেলা বসেছিল। কাকিমা এবং খুড়তুতো দিদির সঙ্গে মেলায় যাবে বলেই জানিয়েছিল সে। সেই অনুযায়ী বাড়ি থেকে বেরিয়েও যায়। কিছুক্ষণ পর মেলায় যান নাবালিকার বাবা এবং মা। তাঁরা মেলা প্রাঙ্গণে দেখতে পাননি মেয়েকে। নাবালিকার খোঁজে বাড়িতে আসেন। সেখানেও দেখতে পাননি। কিছুক্ষণ পর কিশোরীর কাকিমা তাঁর ঘরে আসেন। দরজা ভিতর থেকে বন্ধ ছিল। ধাক্কা দিয়ে ঘরের ভিতরে ঢোকেন। কার্যতে আঁতকে ওঠেন। দেখেন তিন যুবক ঘরে রয়েছে। ঘরে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে নাবালিকা।

Advertisement

[আরও পড়ুন: যুবতী শিক্ষিকার যৌন লালসার শিকার নাবালক ছাত্র, গাড়ির ব্যাকসিটেই সঙ্গম!]

এর পরই ওই যুবকদের আটকে রেখে বাড়িতে ফোন করেন নাবালিকার পরিবারের লোকজনেরা। অভিযোগ, যুবকদের পরিবারের লোকজন নাবালিকাদের বাড়িতে হামলা শুরু করে। মারমুখী অভিভাবকেরা নাবালিকার বাবা এবং কাকিমাকে মারধর করে বলেও অভিযোগ। এর পর যুবকদের নিয়ে এলাকা ছাড়ে তারা। নির্যাতিতার মায়ের দাবি, মাদক মেশানো পানীয় খাইয়ে ধর্ষণ করা হয়েছে নাবালিকাকে। যৌনাঙ্গে গভীর ক্ষত রয়েছে বলেও দাবি তাঁর। নির্যাতিতা বর্তমানে কৃষ্ণনগর সদর হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় তেহট্ট থানায় অভিযোগ দায়ের হয়েছে। এখনও পর্যন্ত মোট ৫ জনকে আটক করা হয়েছে বলেও খবর।

[আরও পড়ুন: জলে গেল রোহিতের শতরান, ওয়াংখেড়েতেই মুম্বই বধ চেন্নাইয়ের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement