Advertisement
Advertisement
mid day meal

মিড ডে মিলের চালে মরা টিকটিকি ও ইঁদুর! সাসপেন্ড প্রধান শিক্ষক-সহ ২

বরখাস্তের মুখে এক চুক্তিভিত্তিক কর্মী।

School education department take steps against head master after dead lizard found in mid day meal | Sangbad Pratidin

ফাইল ছবি।

Published by: Tiyasha Sarkar
  • Posted:January 15, 2023 3:50 pm
  • Updated:January 15, 2023 3:50 pm  

বাবুল হক, মালদহ: মিড ডে মিলের চালে মরা টিকটিকি ও ইঁদুর উদ্ধারের জের। স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক ও সাব ইন্সপেক্টর অব স্কুলকে সাসপেন্ড করল স্কুলশিক্ষা দপ্তর। বরখাস্তের মুখে এক চুক্তিভিত্তিক কর্মী।

ঘটনার সূত্রপাত গত বুধবার। ওইদিন মালদহের চাঁচলের বিদ্যানন্দপুর প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে-মিলের জন্য রাখা চালের ড্রামে মেলে মরা টিকটিকি ও ইঁদুর। ঘটনাকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনার তদন্তের জন্য বিডিওর নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির রিপোর্টের ভিত্তিতেই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উজ্জল সাহা রায়, সাব ইন্সপেক্টর অব স্কুল আবদুল হানিফকে সাসপেন্ড করা হয়েছে। স্কুলের চুক্তিভিত্তিক কর্মী স্বপ্না সরকারকে বরখাস্ত করা হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: ‘পা ধুইয়ে জল খাওয়াব’, মন্ত্রীর সামনে যুবককে চড় মারার ঘটনায় অভিযুক্তকে হুঁশিয়ারি শুভেন্দুর]

প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তের স্কুলের মিড ডে মিল নিয়ে নানা অভিযোগ প্রকাশ্যে আসছে। দিন পনেরো আগে ঘাটালের একটি স্কুলের মিড ডে মিলে মিলেছে প্রায় দেড় ফুটের একটি সাপ। কয়েকদিনের ব্যবধানে বীরভূমের ময়ূরেশ্বর ২ ব্লকের দাসপলতা মণ্ডলপুর প্রাথমিক বিদ্যালয়ে নির্দিষ্ট সময়ে চলছিল খাওয়াদাওয়া। কয়েকজনের খাওয়া হয়েও গিয়েছিল। তারপর রাঁধুনি বালতি থেকে ডাল নিতে গিয়ে দেখেন নিচের দিকে কিছু একটা পড়ে রয়েছে। হাতা দিয়ে তা তুলতেই দেখা যায়, ডালের বালতিতে চিতি সাপ পড়ে রয়েছে। এই ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছিল স্কুল চত্বরে। গত শুক্রবার সকালে পাঁশকুড়া ব্লকের অন্তর্গত মাইসোরা গ্রাম পঞ্চায়েত এলাকার শ্যামপুর আইসিডিএস কেন্দ্রে খিচুড়ি বিতরণের সময় বালতিতে মিলেছে মরা টিকটিকি। তারই মাঝে স্কুল শিক্ষাদপ্তরের এই কড়া পদক্ষেপে খুশি অভিভাবকরা।

[আরও পড়ুন: যান্ত্রিকতার দুনিয়ায় চাহিদা কমেছে পেটকাটি-চাঁদিয়াল-বগ্গার, হারিয়ে যাচ্ছে বর্ধমানের ঘুড়ির মেলা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement