Advertisement
Advertisement
Bolpur

ডাইনি অপবাদে ৩ বছর ঘরছাড়া! বাড়ি ফিরতে মহকুমাশাসকের দপ্তরে অবস্থানে আদিবাসী পরিবার

২০২০ সাল থেকে ঘরছাড়া ১২ জন।

Scheduled tribe family tagged as witch, seek help to return home after 3 three years | Sangbad Pratidin

ছবি: প্রতীকী।

Published by: Tiyasha Sarkar
  • Posted:April 24, 2023 2:05 pm
  • Updated:April 24, 2023 2:05 pm

নন্দন দত্ত, বীরভূম: ডাইনি অপবাদে তিনবছর ধরে ঘর ছাড়া। আশ্রয় বলতে কখনও কখনও রাস্তা, কখনও স্টেশন বা বাসস্ট্যান্ড। এবার বাড়ি ফেরার দাবিতে মহকুমাশাসকের দপ্তরের সামনে অবস্থানে গ্রামছাড়া আদিবাসী পরিবার। ঘটনাস্থল বোলপুর সংলগ্ন সিয়ান-মুলুক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মণিকুন্ডুডাঙ্গা।

ঘটনার সূত্রপাত ২০২০ সালে। বোলপুর (Bolpur) থানার অন্তর্গত সিয়ান-মুলুক গ্রাম পঞ্চায়েতের আদিবাসী অধ্যুষিত মণিকুণ্ডুডাঙ্গা গ্রামে তিনবছর আগে কুকুরের কামড়ে মৃত্যু হয় এক যুবকের। ওই কুকুরটি ক্ষিপ্ত হয়ে আরও বেশ কয়েকজনকে কামড়ায় বলেই খবর। এই ঘটনাকে কেন্দ্র করেই গ্রামের তিন পরিবারের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়। অভিযোগের পর ২০২০ সালের ২১ শে জুলাই বিকেলে গ্রামের মোড়লের নেতৃত্বে বসে সালিশি সভা। সেখানেই ডাইনি অপবাদ দিয়ে ৩টি পরিবারের ১২জন সদস্যকে গ্রামছাড়া করা হয়।

Advertisement

[আরও পড়ুন: এবার নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়াল সাংসদ অপরূপা পোদ্দারের, হাই কোর্টে দায়ের মামলা]

তারপর পেরিয়েছে তিনবছর। অভিযোগ, একাধিকবার প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানিয়েছে ওই পরিবার। কিন্তু তা সত্ত্বেও  মেলেনি সুরাহা। ফলে ওই তাঁদের ঠিকানা  ছিল কখনও রাস্তায়, স্টেশন চত্বরে, বাসস্ট্যান্ডে খোলা আকাশের নিচে। প্রতিবাদে সোমবার বোলপুর মহকুমা শাসকের দপ্তরে অবস্থান বিক্ষোভ দেখায় পরিবারগুলি। তাঁদের দাবি যতক্ষণ না বাড়ি ফিরতে পারছে, অবস্থান চলবে। তবে এ বিষয়ে এখনও প্রশাসনের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

[আরও পড়ুন: কালিয়াগঞ্জে ছাত্রীমৃত্যু: CBI তদন্ত, পরিবারকে নিরাপত্তার দাবিতে হাই কোর্টে দায়ের মামলা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement