Advertisement
Advertisement

Breaking News

কারখানার পুরু লাল ধোঁয়ায় ঢেকেছে আকাশ, আতঙ্ক দুর্গাপুর ইস্পাত নগরীতে

প্ল্যান্ট সংস্কারে গাফিলতির ফলেই লিকেজ, মানছে কর্তৃপক্ষ৷

Scare over toxic factory fumes in Durgapur
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 16, 2018 6:25 pm
  • Updated:June 16, 2018 6:25 pm  

সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: ইস্পাত কারখানা থেকে অনর্গল লাল ধোঁয়া মিশছে বাতাসে৷ ধোঁয়ার ভিতরে থাকা লোহার গুঁড়ো ছড়িয়ে পড়ছে আশপাশের লোকালয়ে৷ দুই নম্বর জাতীয় সড়কও ঢেকে গেছে ঘন লাল ধোঁয়ায়৷ শনিবার সকাল ন’টা নাগাদ এই ঘটনাকে কেন্দ্র করে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ল দুর্গাপুরে শিল্পাঞ্চলে৷ আতঙ্কে মানুষ ঘরের বাইরে বেরিয়ে আসে৷ চোখে মুখে ঢুকে যায় লোহার গুঁড়ো। ফলে দরজা জানলা বন্ধ করেই দিন কাটালো ইস্পাত নগরবাসী৷

[ঝিটকার জঙ্গলে বড়সড় বাস দুর্ঘটনা, অন্তত ৬ জনের মৃত্যু]

Advertisement

শনিবার সকালে কারখানায় কাজ করছিলেন শ্রমিকরা৷ আচমকাই বেসিক অক্সিজেন ফার্নেস (বিওএফ) বিভাগের কনভার্টার গ্যাস ক্লিনিং প্ল্যান্টের পরিশোধকে সমস্যা দেখা দেয়। লোহা তৈরির পর এই পাইপলাইন দিয়ে লোহার গুঁড়ো ও গ্যাস গিয়ে সোজা চলে যায় ক্লিনিং প্ল্যাণ্টে৷ সেখান থেকে লোহার গুঁড়ো আলাদা হয়ে ফের তা চলে যায় অন্য বিভাগে৷ গুরুত্বপূর্ণ এই মেশিনেই দেখা দেয় গলদ। ফলে লোহার গুঁড়ো মিশ্রিত ধোঁয়া হু হু করে বেরিয়ে আসতে থাকে৷ প্রথমে কারখানার ভিতরে এবং পরে তা ছড়িয়ে পড়তে থাকে কারখানার বাইরেও৷ দুর্গাপুর ইস্পাত কারখানা লাগোয়া গ্রামের আকাশ লাল ধোঁয়ায় ঢেকে যায়৷ ক্রমেই পুরু হতে থাকে এই ধোঁয়া৷ ছড়িয়ে পড়তে থাকে দুর্গাপুর ইস্পাত কারখানা লাগোয়া দুই নম্বর জাতীয় সড়কে৷ জাতীয় সড়কের বিস্তীর্ণ অঞ্চল সম্পূর্ণ ঢেকে যায় লাল ধোঁয়ায়৷ দৃশ্যমানতা শূন্য হয়ে যায়৷ প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে জাতীয় সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়৷

[এসি ঘরে বসে মদ্যপানের শখ, ফন্দি এঁটে হাসপাতালে হাজির রিকশাওয়ালা]

বাসিন্দাদের অভিযোগ, ওই ধোঁয়ার ঝাঁজালো গন্ধে বেশ কয়েকজন অসুস্থও হয়ে পড়েন। ঘটনার পরেই তৎপর হয়ে ওঠে ইস্পাত কারখানা কর্তৃপক্ষ৷ সঙ্গে সঙ্গে ওই পরিশোধক সংস্কারের করার কাজ শুরু করেন তাঁরা৷ প্রায় চার ঘণ্টা পর ধীরে ধীরে হালকা হয় বাতাস৷ সংস্কারে গাফিলতির কারণেই এই লিকেজ হয়েছে মনে করছেন দূর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষ৷ কারখানার মুখ্য জনসংযোগ আধিকারিক চিন্ময় সমাজদার জানান, যে অংশ দিয়ে এই ধোঁয়া লিক করেছিল, সঙ্গে সঙ্গে সেই অংশটিকে বন্ধ করে দেওয়া হয়েছিল৷ তবে গ্রামের বাসিন্দাদের মধ্যে এখনও কাটছে না আতঙ্ক৷

 

ভিডিও- উদয়ন গুহরায়

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement