সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্থগিতাদেশের মেয়াদ যেদিন শেষ হয়েছিল, সেদিন রায় ঘোষণা হয়নি৷ সুপ্রিম কোর্টে পঞ্চায়েত মামলার নিষ্পত্তি হল না বুধবারও৷ আগামী ৬ আগষ্ট রায় ঘোষণা৷ ততদিন পর্যন্ত বিনা ভোটে জেতা আসনে ফল ঘোষণায় স্থগিতাদেশ বহাল থাকবে৷
[পঞ্চায়েতে ই-মনোনয়ন নিয়ে মামলা, রাজ্য নির্বাচন কমিশনকে তিরস্কার সুপ্রিম কোর্টের]
এবারের পঞ্চায়েত ভোটে রাজ্যে বহু আসনেই প্রার্থী দিতে পারেনি বিরোধীরা৷ ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গিয়েছেন শাসক দলের প্রার্থীরা৷ বিরোধীদের অভিযোগ, শাসক দলের সন্ত্রাসের কারণেই মনোনয়ন জমা পড়েনি৷ তাদের অভিযোগকে মান্যতা দিয়ে কমিশনকে ই-মনোনয়ন গ্রহণের নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট৷ আদালতের নির্দেশ ছিল, বিরোধী দলের প্রার্থী যদি হোয়াটসঅ্যাপ করেও মনোনয়ন পেশ করেন, তাহলে তা গ্রহণ করতে হবে কমিশনকে৷ এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করে রাজ্য নির্বাচন কমিশন৷ ৩ জুলাই পর্যন্ত বিনা ভোটে জেতা আসনে ফল ঘোষণায় স্থগিতাদেশ জারি করে শীর্ষ আদালত৷
মঙ্গলবার মামলাটির শুনানি ছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্রর এজলাসে৷ শুনানির শুরুতেই কমিশনের আইনজীবীর কাছে তিনি জানতে তান, পঞ্চায়েত ভোটে কতগুলি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা জিতেছেন? তথ্য দিতে না পারায় কমিশনকে তিরস্কার করেছিলেন প্রধান বিচারপতি৷ সেদিনের মতো শুনানিও স্থগিত হয়ে গিয়েছিল৷ বুধবার সুপ্রিম কোর্টে পঞ্চায়েতে বিনা ভোটে জেতা আসনের তালিকা পেশ করে কমিশন৷ মনোনয়ন পেশের মেয়াদ বাড়িয়ে কেন তা প্রত্যাহার করে নেওয়া হয়েছিল? তা জানতে চান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্র৷ জবাবে পঞ্চায়েত ভোটে কী কী পদক্ষেপ করা হয়েছিল, তা আদালতে জানান কমিশনের আইনজীবী৷ প্রসঙ্গত, লাগাতার অভিযোগের প্রেক্ষিতে বিরোধীদের মনোনয়ন পেশে অতিরিক্ত একদিন সময় দিয়েছিল কমিশন৷ যদিও রাতারাতি আবার সেই বিজ্ঞপ্তি প্রত্যাহারও করে নেওয়া হয়৷ এদিন অবশ্য মামলার নিম্পত্তি হয়নি৷ আগামী ৬ আগস্ট রায় ঘোষণা করবে সুপ্রিম কোর্ট৷ ততদিন পর্যন্ত বিনা ভোটে জেতা আসনে ফল ঘোষণায় স্থগিতাদেশ বহাল থাকবে বলে জানিয়েছে শীর্ষ আদালত৷
[রাস্তার ধারে বিক্রি হচ্ছে বিশ্ববাংলার লোগো লাগানো ব্যাগ, বর্ধমান শহরে চাঞ্চল্য]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.