Advertisement
Advertisement

Breaking News

পঞ্চায়েতে ই-মনোনয়ন নিয়ে মামলা, রাজ্য নির্বাচন কমিশনকে তিরস্কার সুপ্রিম কোর্টের

বুধবার ফের শুনানি৷

SC slams West Bengal on Panchayat election issue
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 3, 2018 6:47 pm
  • Updated:July 3, 2018 6:47 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পঞ্চায়েত ভোটে কতগুলি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন শাসকদলের প্রার্থী? সুপ্রিম কোর্টকে জানাতে পারল না রাজ্য নির্বাচন কমিশন৷ কমিশনের ভূমিকায় ক্ষুদ্ধ শীর্ষ আদালত৷ কমিশনের আইনজীবীর কাছে বিচারপতির প্রশ্ন, ‘ন্যূনতম তথ্যই যখন জানেন না, তাহলে জনগণের টাকা খরচ করে এখানে এসেছেন কেন?’  বুধবার ফের মামলার শুনানি৷

[তোলাবাজি রুখতে এবার অনলাইনে কলেজে ভরতি, ঘোষণা পার্থর]

Advertisement

বহু আইনি জটিলতা পেরিয়ে মে মাসে এক দফায় পঞ্চায়েত ভোট হয়েছে রাজ্যে৷ ফলও ঘোষণা হয়ে গিয়েছে৷ তাহলে আবার কীসের মামলা? পঞ্চায়েত ভোটে রাজ্যে জুড়ে তুমুল অশান্তি হয়েছিল৷ বিরোধীদের অভিযোগ, শাসকদলের সন্ত্রাসের কারণে মনোনয়নই জমা দিতে পারেননি তাদের প্রার্থীরা৷ পঞ্চায়েত ভোটে ই-মনোনয়নকে মান্যতা দিয়েছিল কলকাতা হাই কোর্ট৷ আদালতের স্পষ্ট নির্দেশ ছিল, বিরোধীদের প্রার্থীরা যদি হোয়াটসঅ্যাপ করেও যদি মনোনয়ন দাখিল করেন, তাহলেও তা গ্রহণ করতে হবে রাজ্য নির্বাচন কমিশনকে৷ হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে পালটা মামলা করে কমিশন৷ ৩ জুলাই পর্যন্ত হাই কোর্টের নির্দেশের উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি হয়৷ আইনি জটিলতায় এখনও পর্যন্ত পঞ্চায়েতে বিনা প্রতিন্দ্বন্দ্বিতায় জেতা আসনে বিজয়ী প্রার্থীদের নামও ঘোষণা করতে পারেনি রাজ্য নির্বাচন কমিশন৷ কিন্তু, ঘটনা হল, মঙ্গলবার মামলার শুনানি মুখ পুড়ল কমিশনেরই৷

মঙ্গলবার সুপ্রিম কোর্টের শুনানি শুরুতেই কমিশনের আইনজীবীর কাছে বিচারপতি জানতে চান, পঞ্চায়েত ভোটে কতগুলি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা জিতেছেন? কিন্তু, সেই তথ্য জানাতে পারেননি কমিশনের আইনজীবী৷ উলটে সুপ্রিম কোর্টের বিচারপতির হাতে বিনা ভোটে শাসকদলের জেতা আসনের তালিকা তুলে দেন বিজেপির আইনজীবী৷ এরপর রাজ্য নির্বাচন কমিশন তিরস্কার করে বিচারপতি৷ তাঁর প্রশ্ন, ‘ন্যূনতম তথ্যই যখন জানেন না, তাহলে জনগণের টাকা খরচ করে এখানে এসেছেন কেন?’ দিনের মতো শুনানিও স্থগিত হয়ে যায়৷ ফের শুনানি হবে বুধবার৷

[দূষিত হচ্ছে উচ্চশিক্ষার বাতাবরণ, উদ্বেগ প্রকাশ বিদ্বজনদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement