বিক্রম রায়, কোচবিহার: শীতলকুচির সভায় যাওয়ার পথে বাধার মুখে বিজেপি নেতা সায়ন্তন বসু। ১৪৪ ধারা ভেঙে শীতলকুচি ব্লকে ঢোকার চেষ্টা করার অভিযোগে সায়ন্তন বসুকে আটক করে পুলিশ। বর্তমানে থানায় রয়েছেন বিজেপির নেতা-কর্মীরা। সভার অনুমতি না পেলে থানাতেই বিক্ষোভ দেখানোর সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
জানা গিয়েছে, রবিবার বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে শীতলকুচিতে সভা করার কথা ছিল বিজেপির। সেইসঙ্গে অভিনন্দন যাত্রা করারও পরিকল্পনা ছিল। সেই মতো বেলা গড়াতেই সভাস্থলে হাজির হন কর্মী-সমর্থকরা। কলকাতা থেকে কোচবিহার পৌঁছন সায়ন্তন বসু। কিন্তু শীতলকুচি ব্লকে ১৪৪ ধারা জারি থাকায় এবং সভার অনুমতি নেই একা জানিয়ে মাথাভাঙা পঞ্চানন মোড়ে বিজেপি নেতার গাড়ি আটকায় পুলিশ। বাধা পেতেই পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে বিজেপির নেতা-কর্মীরা। পুলিশের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন বিজেপির জেলা সভাপতি মালতি রাভা। ১৪৪ ধারা যে জারি রয়েছে তাঁর লিখিত প্রমাণ দেখতে চান সায়ন্তন বসু। অশান্তির খবর পেয়েই সভাস্থল থেকে পঞ্চানন মোড়ে জমায়েত করে কর্মীরা। এরপরই বিজেপি নেতা সায়ন্তন বসুকে আটক করে পুলিশ।
বাধা পেয়ে নেতা কর্মীদের সঙ্গে নিয়ে পায়ে হেঁটে থানায় হাজির হন সায়ন্তন বসু। বর্তমানে থানাতেই রয়েছেন তাঁরা। সভার অনুমতি না পেলে থানায় বিক্ষোভ দেখানো হবে বলেই জানান বিজেপির কর্মীরা। এ প্রসঙ্গে সায়ন্তন বসু বলেন, রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপি সভা করতে গিয়ে বাধা পাচ্ছে। আগে থেকে স্থানীয় থানায় জানানো সত্ত্বেও অধিকাংশ সভায় বাধা দেওয়া হয়। পাশাপাশি, কী কারণে ওই এলাকায় ১৪৪ ধারা জারি হয়েছে তা জানতে চান বিজেপি নেতা। প্রয়োজনে আদালতের দ্বারস্থ হবেলন বলেও জানান তিনি। পুলিশের তরফে জানা গিয়েছে, এদিন সকাল থেকেই ১৪৪ ধারা জারি করা হয়েছে ওই এলাকায়।
ছবি: দেবাশিস বিশ্বাস
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.