বাবুল হক, মালদহ: ফের সায়ন্তন বসুর (Sayantan Basu) নিশানায় মুখ্যমন্ত্রী। এবার নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘হিটলার’ বলে কটাক্ষ করলেন বিজেপি নেতা। আত্মবিশ্বাসী সুরে বললেন, একুশের নির্বাচনের পর কালিঘাটে পড়ে থাকবেন মাত্র ২ জন! পালটা দিলেন সৌগত।
মঙ্গলবার সাংগঠনিক বৈঠকে যোগ দিতে মালদহে (Maldah) যান বিজেপি নেতা সায়ন্তন বসু। সকালে পুরাতন মালদহের মঙ্গলবাড়ি এলাকায় চা-চর্চায় যোগ দেন তিনি। সেখানেই একাধিক ইস্যুতে ক্ষোভ উগরে দেন শাসকদলের বিরুদ্ধে। সরাসরি আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)। সুজাপুর বিস্ফোরণ কাণ্ড নিয়ে প্রশ্ন করা হলে সায়ন্তন বসু দাবি করেন, ওই বিস্ফোরণে মৃতের সংখ্যা অনেক বেশি। সরকার সংখ্যা গোপন করছে, দেহ লুকিয়ে ফেলা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। বাংলার বিভিন্ন প্রান্ত থেকে জঙ্গি গ্রেপ্তারির ঘটনার জন্যও রাজ্য সরকারকেই দায়ী করেন তিনি। বলেন, “পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ তৈরি করার চেষ্টা করছে রাজ্য সরকার।”
বিক্ষুব্ধ তৃণমূল বিধায়ক মিহির গোস্বামীর সঙ্গে একের পর এক দলের নেতাদের সাক্ষাতের বিষয়েও মন্তব্য করেন সায়ন্তন বসু। মিহির গোস্বামীকে বোঝাতে নয়, বরং তাঁর চিন্তাভাবনা বোঝার জন্যই নেতারা তাঁর কাছে যাচ্ছেন বলে দাবি করেন তিনি। এরপরই হুঙ্কার দিয়ে তিনি বলেন, “কালিঘাট প্রাইভেট লিমিটেডের শাড়ি পড়া হিটলারি শাসন কেউ বরদাস্ত করবে না। একুশের পর কালিঘাটে মাত্র ২ জন থাকবেন। ডুবন্ত জাহাজ ছেড়ে পালাবেন বাকি সকলে।” পাশাপাশি যারা মমতা সরকারের বিরুদ্ধে লড়তে চান, তাঁদের সকলকে বিজেপিতে যোগ দেওয়ার পরামর্শও দেন বিজেপি নেতা। মুখ্যমন্ত্রী ও শাসকদলের বিরুদ্ধে সায়ন্তন বসুর এহেন মন্তব্যকে মোটেও ভালভাবে নেয়নি তৃণমূল নেতৃত্ব। পালটা সৌগত বসু বলেছেন, “ভুইফোঁড় নেতাদের জবাব দেবে মানুষ।”
দেখুন ভিডিও:
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.