Advertisement
Advertisement

Breaking News

Saugata Roy

‘টিকিট পেলেও জিতব কি না জানি না’, সংশয় প্রকাশ সৌগতর, কী প্রতিক্রিয়া বিজেপির?

সৌগতর মন্তব্যে শোরগোল রাজ্য-রাজনীতিতে।

Saugata Roy in doubt about contesting Lok Sabha Election 2024 | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:March 1, 2024 5:07 pm
  • Updated:March 1, 2024 7:42 pm  

অর্ণব দাস, বারাকপুর: সামনেই লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024)। ভোটকে পাখির চোখ করে ময়দানে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দলগুলো। এই পরিস্থিতিতে টিকিট পাওয়া এবং পেলেও সেক্ষেত্রে জেতা নিয়ে সংশয় প্রকাশ করলেন সাংসদ সৌগত রায় (Sougata Roy)। যা নিয়ে শোরগোল রাজ্য-রাজনীতিতে।

বুধবার বরাহনগরে একটি সভার আয়োজন করা হয়েছিল শাসকদলের তরফে। উপস্থিত ছিলেন দমদমের সাংসদ সৌগত রায়। সেখানেই তিনি বলেন, “আমি ১৫ বছর ধরে সাংসদ। এর পর কী হবে জানি না। দল কাকে মনোনয়ন দেবে, যদি আমাকে দেয় সেক্ষেত্রে আমি জিততে পারব কি না, সবটাই অনিশ্চিত।” সৌগত রায়ের এই মন্তব্যকে নিয়েই চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। কেউ কেউ দাবি করছেন, দলে আদি-নব্য দ্বন্দ্বের বহিঃপ্রকাশ এই মন্তব্য।

Advertisement

[আরও পড়ুন: হিমাচলে ‘বরখাস্ত’ বিধায়কদের সঙ্গে দেখা বিদ্রোহী মন্ত্রীর, জোরালো হচ্ছে দলে ফেরানোর দাবি ]

এ বিষয়ে স্থানীয় বিজেপি (BJP) নেতা কিশোর কর বলেন, “উনি বহুদিনের সাংসদ। তবে এখন ওনার অ্যাক্টিভিটি কমে গিয়েছে। পার্লামেন্টে ওনার বক্তব্য শোনা গেলেও দমদম নিয়ে ওনার পরিকল্পনা আমরা জানতে পারি না। উনি মূলত বিধায়কদের মাধ্যমে খোঁজখবর রাখেন। সেই কারণেই হয়তো দল প্রার্থী পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে।” যদিও এ বিষয়ে তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

দেখুন ভিডিও: 

[আরও পড়ুন: কীভাবে ইডির উপর হামলা? সিআইডি জেরায় শাহজাহানের উত্তর, ‘বারবার বলব না’ ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement