Advertisement
Advertisement

Breaking News

Satabdi Roy

‘জল নেই, রাস্তা খারাপ’, সাইঁথিয়ায় প্রচারে বেরিয়ে গ্রামবাসীদের ক্ষোভের মুখে শতাব্দী

কী বলছেন শতাব্দী?

satabdi roy in birbhum for vote campaign
Published by: Akash Misra
  • Posted:April 15, 2024 6:07 pm
  • Updated:April 15, 2024 9:10 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জোরকদমে ভোটের প্রচার সারছেন বীরভূম লোকসভার তৃণমূলের তারকা প্রার্থী শতাব্দী রায়। তবে গত কয়েকদিন ধরে প্রচারে বেরিয়ে এলাকাবাসীদের অভিযোগ ও দাবি-দাওয়া শুনতেই ব্যস্ত শতাব্দী। এই যেমন, সোমবার প্রচারে যেতে গিয়ে বেশ কিছু ক্ষণ বীরভূমের সাঁইথিয়া এলাকায় আটকে থাকেন শতাব্দী। শতাব্দীকে সামনে পেয়ে রীতিমতো অভিযোগের ঝুলি মেলে ধরেন গ্রামবাসীরা। আবাস প্রকল্পে দুর্নীতির অভিযোগ করেন কয়েক জন আবার পানীয় জলের সমস্যা, ভালো রাস্তারও দাবি করেন শতাব্দীর কাছে। শতাব্দীর কাছে গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘ দিন ধরে পানীয় জলের অসুবিধার কথা বলা হলেও সেই সমস্যার সুরাহা করেনি প্রশাসন। এমনকি, গ্রামে বেশ কিছু রাস্তা সারাই হয়নি।

তবে এলাকাবাসীদের এমন অভিযোগকে মোটেই ক্ষোভ হিসেবে দেখছেন না শতাব্দী। বরং তাঁর কাছে বাড়ির মেয়ের কাছে আবদার করেছেন তাঁরা।

Advertisement

[আরও পড়ুন: বিয়ের আগে চুটিয়ে পার্টি আম্বানিদের হবু বধূ রাধিকার, ছবি ফাঁস করলেন জাহ্নবী]

প্রসঙ্গত, সামনেই ভোট। তীব্র রোদ, গরম উপেক্ষা করে দিনরাত চলছে প্রচার। কিন্তু তাই বলে কি কোনও বিনোদন থাকবে না? তা তো হতে পারে না। তাই প্রচারের ফাঁকে ফাঁকেই পিকনিকের মুডে প্রচারের জন্য থিম ভিডিওই বানিয়ে ফেললেন বীরভূমের বিদায়ী সাংসদ তথা তৃণমূলের তারকা প্রার্থী শতাব্দী রায় (Satabdi Roy)। ‘জিতব আমি জিতব আমরা’ গানটি আসন্ন নির্বাচনী প্রচারে তাঁর হাতিয়ার। নিজের লেখা, নিজের গাওয়া পীযূষের সুর দেওয়া গানের সঙ্গে কর্মীদের সঙ্গে নিয়েই শুটিং করেছেন। কখন হুডখোলা জিপে, কখনও আদিবাসী পাড়ায়, তাঁদের নাচের তালে, কখনও আবার মিছিলে তিনি গর্জে উঠেছেন – ‘জিতব আমি, জিতব আমরা, জিতবে তৃণমূল/ বীরভূম আজ দিদির সঙ্গে, জিতবে তৃণমূল’। গানের মধ্যে রয়েছে ‘‘এই বাংলার মা-বোনেরা মমতাকেই চায়, কেননা তারা সুখে আছে মমতার দয়ায়।’’

তিনবারের সাংসদ শতাব্দী রায় জানালেন, ‘‘এখন দেশ এগোচ্ছে তো। ২৫ বছরের ফিল্মি কেরিয়ারের অভিজ্ঞতা। এখন গরুর গাড়ি ছেড়ে লোকে উড়োজাহাজে চড়ছে। হাতে হাতে মোবাইল। তাই ২ মিনিট ৩৫ সেকেন্ডের একটা প্রচারের থিম ভিডিও বানালাম। যা একদম নতুন।’’ যদিও তাঁর প্রচারের এই নতুন টেকনিক হজম করতে পারেনি বিজেপি। গেরুয়া শিবিরের প্রার্থী দেবাশিস ধর প্রশ্ন তুলেছেন, ‘‘কখনও খতিয়ান তুলে ধরে, কখনও নিজের লেখা গানে ভিডিও করে মানুষের কাছে প্রচারে যেতে হচ্ছে। যদি কাজই একমাত্র বিচার্য বিষয় হয়, তাহলে এই প্রচারের দরকার কি।’’

[আরও পড়ুন: শুটিংয়ে মহিলা মেকআপ শিল্পীর ধর্ষণ! গ্রেপ্তার প্রোডাকশন ম্যানেজার]

 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement