শান্তনু সেন, জলপাইগুড়ি: চিটফান্ড মামলায় জামিন পেলেন সারদা কর্তা সুদীপ্ত সেন (Sudipta Sen)। জলপাইগুড়ি জেলা আদালতে চারটি মামলা ছিল সুদীপ্ত সেনের বিরুদ্ধে। তারই তিনটিতে জামিন পেলেন তিনি।
জানা গিয়েছে, এই চারটির মধ্যে তিনটি মামলা ছিল ভক্তিনগড় থানার। একটি ছিল জলপাইগুড়ি কোতোয়ালি থানার। বৃহস্পতিবার জলপাইগুড়ি আদালতে চারটি মামলার শুনানিতে ডাক পড়ে সুদীপ্ত সেনের। আলিপুর সেন্ট্রাল জেল থেকে প্রিজন ভ্যানে করে তাকে জলপাইগুড়ি জেলা আদালতে নিয়ে যাওয়া হয়।
শুনানি শেষে জলপাইগুড়ি জেলা আদালতের সহকারী সরকারি আইনজীবী মৃন্ময় বন্দোপাধ্যায় জানান, সারদা চিটফান্ড সংক্রান্ত তিনটি মামলায় এদিন জামিন পেয়েছেন সুদীপ্ত সেন। অপর একটি ভক্তিনগড় থানার মামলা আলিপুর সিবিআই আদালতে স্থানান্তরিত করা হয়েছে। শুনানি শেষে এদিন ফের প্রিজন ভ্যানে করে সুদীপ্ত সেনকে আলিপুর সেন্ট্রাল জেলে নিয়ে যাওয়া হচ্ছে। অর্থাৎ তিনটি মামলায় জামিন মিললেও এখনই বন্দিদশা ঘুচছে না সারদা কর্তার। প্রসঙ্গত, এদিন কোর্ট লক আপ থেকে বের হওয়ায় সময় পা হড়কে পড়ে যান সুদীপ্ত সেন। তাঁর হাঁটুতে সামান্য আঘাত লেগেছে বলে জানা গিয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.