সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সারদা মামলায় ৭ ঘণ্টা জেরার পর কাঁথি থানা থেকে বেরলেন শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ভাই সৌমেন্দু অধিকারী। জেরা শেষে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তিনি। বললেন, “এখানে বাইরের খাবার আনার অনুমতি নেই। বই পড়তেও দেওয়া হয় না। কোথায় বাস করছি আমরা।” আগামী শুক্রবার ফের হাজিরা দিতে হবে তাঁকে।
কাঁথি পুরসভা থেকে সারদার বেশ কিছু ফাইল লোপাটের অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় জেরা করতে সোমবার কাঁথি থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল সৌমেন্দ অধিকারীকে। কারণ, একটা সময়ে কাঁথি পুরসভার দায়িত্ব ছিল তাঁর কাঁধে। নির্দিষ্ট সময়ে থানায় পৌঁছন তিনি। দীর্ঘ ৭ ঘণ্টা পর বের হন তিনি। সেখান থেকে বেরিয়ে সৌমেন্দু অধিকারী পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দেন। বলেন, “আমি ছেড়ে যাওয়ার পর তিনজন ওই চেয়ারে বসেছেন। তা সত্ত্বেও বারবার মিসিং ফাইলের জন্য আমাকে ডাকা হচ্ছে।”
পুলিশের ব্যবহার নিয়েও উষ্মাপ্রকাশ করেন সৌমেন্দু। জানান, বাড়ি থেকে খেয়ে এসেছিলেন। পরে চা বিস্কুট খেয়েছিলেন। থানায় বসে গল্পের বই পড়তে চেয়েছিলেন। কিন্তু, তার অনুমতি মেলেনি। এতেই তিনি প্রশ্ন তোলেন, বড় অপরাধীরা যদি বই, খবরের কাগজ পড়তে পারে, তাহলে এখানে বিধি নিষেধ কেন?
প্রসঙ্গত, শ্মশান দুর্নীতি মামলায় গত শুক্রবার কাঁথি থানায় হাজিরা দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী।সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.