Advertisement
Advertisement

Breaking News

শান্তনু ঠাকুর

যশোর রোড অবরুদ্ধ করে শান্তনুর মিছিল, কমিশনে অভিযোগ তৃণমূলের

শান্তনুর মিছিলে পাশাপাশি দেখা মিলল বিজেপির পতাকা এবং মতুয়াদের লাল নিশানের।

Santanu Thakur violates election code conduct, TMC claims to EC
Published by: Tanujit Das
  • Posted:April 6, 2019 3:46 pm
  • Updated:April 16, 2019 9:49 pm  

নিজস্ব সংবাদদাতা, বনগাঁ: বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের মিছিলের বিরুদ্ধে শুক্রবার কমিশনের কাছে নালিশ করল তৃণমূল। শাসকদলের অভিযোগ, কমিশনের অনুমতি ছাড়া বনগাঁ লোকসভা এলাকায় হুডখোলা জিপে করে প্রচার করেন শান্তনু ঠাকুর৷ এবং তাঁর এই আচমকা মিছিলে কার্যত অবরুদ্ধ হয়ে যায় ব্যস্ততম যশোর রোড৷ ব্যাহত হয় সাধারণ মানুষের জনজীবন৷

[ আরও পড়ুন: বাড়িতে অশৌচ, ধুতি ও শাল গায়ে মিছিলে সিপিএম কর্মী  ]

Advertisement

শুক্রবার সকালে হরি গুরুচাঁদ ঠাকুরের মূর্তিতে প্রণাম করেই শান্তনু ঠাকুর চলে আসেন বাটার মোড়ে। সেখানকার টাউন কালিমন্দিরে পুজো দিয়ে শুক্রবার বনগাঁ শহরে প্রচার শুরু করেন বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। বিজেপি প্রার্থী মন্দিরে ঢুকতেই কয়েক হাজার মতুয়া ভক্ত তাঁকে ঘিরে ‘হরিবোল’ ধ্বনি দিতে থাকেন৷ বিজেপি প্রার্থীকে ঘিরে তাঁদের উন্মাদনা ছিল দেখার মতো৷ পুজো শেষে বিজেপি প্রার্থী জানান, “ঠাকুর বাড়িতে পুণ্যস্নানের পর দু’দিন বাড়িতে ভক্তদের সঙ্গে সময় কাটিয়ে আজ বনগাঁর বাটার মোড়ের মন্দিরে পুজো দিয়ে নতুন করে প্রচার শুরু করলাম। মানুষ চাইছে পরিবর্তন হোক৷ সেই পরিবর্তনের ফলশ্রুতি হিসেবেই এত মানুষের ভিড় জমেছে৷’’

[ আরও পড়ুন: ‘পাহাড় রক্ষায় বিজেপিকে হারান’, নির্বাচনী সভায় আহ্বান মমতার ]

এদিন শান্তনু ঠাকুরের সঙ্গে দেখা যায় রানাঘাট কেন্দ্রের বিজেপি প্রার্থী মুকুটমণি অধিকারীকেও। মন্দিরে পুজো দিয়ে ব্যস্ততম যশোর রোডে মিছিল করেন শান্তনু ঠাকুর৷ বাটার মোড় এলাকায় বিজেপি কর্মীদের উপস্থিতিতে কার্যত অবরুদ্ধ হয়ে যায় গোটা রাস্তা। এরপর একটি হুডখোলা জিপে করে মতিগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন শান্তনু ঠাকুর৷ প্রার্থীর জিপের সঙ্গেই হাঁটেন বিজেপি কর্মী-সমর্থকরা৷ রাস্তার দুই পাশে ভিড় জমান বহু মানুষ। বিজেপি প্রার্থীর মিছিল মতিগঞ্জ ঘুরে বনগাঁ ত্রিকোণ পার্ক এলাকায় আসে৷ এই জনবহুল মিছিলে দেখে স্বভাবতই উজ্জীবিত বনগাঁর বিজেপি নেতত্ব৷ প্রার্থী শান্তনু ঠাকুর বলেন, “বনগাঁ লোকসভা কেন্দ্রে অনেক সমস্যা রয়েছে। নির্বাচনে জয়লাভ করলে সেগুলি দেখার পাশাপাশি, উদ্বাস্তু সমস্যার সমাধান আমার অন্যতম কাজ হবে।’’

[ আরও পড়ুন: এখনও গ্রাহ্য হয়নি ইস্তফাপত্র, রানাঘাটের চিকিৎসক প্রার্থীকে নিয়ে বিড়ম্বনায় বিজেপি ]

বনগাঁ লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হিসেবে মমতাবালা ঠাকুরের নাম ঘোষণার পর থেকেই বিজেপির প্রার্থী নিয়ে জল্পনা চড়তে থাকে৷ একাধিক ব্যক্তির নাম প্রার্থী হিসাবে উঠে আসে। মতুয়া মহাসংঘের তরফে শান্তনু ঠাকুরকে বনগাঁ লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী করার দাবি জানানো হয়৷ যদিও মতুয়াদের একাংশ শান্তনুকে ভোটে দাঁড় করানোর বিরোধিতা করে ঠাকুর বাড়িতে বিক্ষোভ দেখায়। তবে ২৬ মার্চ রাতে বিজেপির তরফে শান্তনু ঠাকুরেরই নাম ঘোষণা করা হয় বনগাঁর প্রার্থী হিসাবে। শুক্রবার শান্তনুর মিছিলে মিলেমিশে একাকার হয়ে যায় বিজেপির পদ্ম পতাকা এবং মতুয়াদের লাল নিশান। এর প্রতিফলন কতটা ভোটে পড়বে সেই দিকেই তাকিয়ে বনগাঁ লোকসভার মানুষ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement