ছবি: প্রতীকী
রঞ্জন মহাপাত্র, কাঁথি: মঙ্গলবার দুপুরে এক মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল এগরা৷ এদিন সেখানকার এসডিপিও আফতাব আলির দেহরক্ষীর বন্দুক থেকে অতর্কিতে গুলি ছিটকে গিয়ে লাগল এক অস্থায়ী সাফাই কর্মীর মাথায়৷ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় ওই সাফাই কর্মী তরুণ ঘড়াইয়ের৷ ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়৷ ইতিমধ্যে অভিযুক্ত দেহরক্ষী প্রদীপ সিংকে গ্রেপ্তার করেছে পুলিশ৷
[ আরও পড়ুন: সিপিএম থেকে দলে নেওয়া চলবে না, বর্ধমানে বিজেপি কার্যালয়ে ব্যাপক গোষ্ঠীদ্বন্দ্ব]
জানা গিয়েছে, এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ এগরার ভিআইপি দেহরক্ষীদের বারাকে৷ প্রত্যক্ষদর্শীদের বয়ানে জানা গিয়েছে, যখন এসডিপিও-র দেহরক্ষী প্রদীপ সিং বন্দুক পরিষ্কার করছিলেন৷ তখন তাঁর সামনে সঙ্গেই আড্ডা মারছিলেন মৃত অস্থায়ী সাফাই কর্মী তরুণ ঘড়াই৷ দেহরক্ষীর বন্দুকটি একবার হাতে নিয়ে দেখার জন্য টানাটানি করছিলেন তিনি৷ তখনই অতর্কিতে বন্দুকের ট্রিগারে চাপ পড়ে যায়৷ গুলি ছিটকে গিয়ে লাগে তরুণ ঘড়াইয়ের মাথায়৷ মাটিতে লুটিয়ে পড়েন তিনি৷ বারাকের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে৷ সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয়, প্রথমে এগরা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে৷ এরপর সেখানে প্রাথমিক চিকিৎসার পর, তাঁকে অন্যত্র স্থানান্তরিত করার নির্দেশ দেন চিকিৎসকরা৷ জখম তরুণ ঘড়াইকে মেদিনীপুর মেডিক্যাল কলেজের নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয় বলে সূত্রের খবর৷
[ আরও পড়ুন: ফের ভাঙন তৃণমূলে, বিজেপির পথে আরও এক বিধায়ক ]
পুলিশ সূত্রে খবর, এরপরই অভিযুক্ত দেহরক্ষীকে গ্রেপ্তার করা হয়৷ বর্তমানে তাঁকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে৷ তবে এই বিষয়ে আর বেশি কিছু বলতে চানছেন না পুলিশকর্মীরা৷ প্রত্যেকেই মুখে কুলুপ এঁটেছেন৷ এমনকী, ঘটনা সম্পর্কে জানার জন্য এসডিপিও-র সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও, তা সম্ভবপর হয়নি৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.