Advertisement
Advertisement

Breaking News

Sheikh Shahjahan

জামিন পেলেন সন্দেশখালির শাহজাহান! হবে কি জেলমুক্তি?

কী জানাচ্ছে আদালত?

Sandeshkhali terror Sheikh Shahjahan gets bail

ফাইল ছবি

Published by: Tiyasha Sarkar
  • Posted:June 3, 2024 8:44 pm
  • Updated:June 3, 2024 9:11 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে জামিন পেলেন সন্দেশখালির ‘বাঘ’ শেখ শাহজাহান। তবে এখনই তাঁর জেলমুক্তি হবে না। বসিরহাট আদালত সূত্রে খবর, পুলিশের করা স্বতঃপ্রণোদিত মামলায় জামিন পেয়েছেন তিনি।

ঘটনার সূত্রপাত গত ৫ জানুয়ারি। ওইদিন সকালে শাহজাহানের বাড়িতে যান ইডি আধিকারিকরা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের দাবি, শাহজাহানের দুটি নম্বরে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হয়। ওই নম্বর দুটি দীর্ঘক্ষণ ব্যস্ত ছিল। পরে একটি নম্বরে ফোন ধরেন শাহজাহান। ইডির কথা শুনে ফোন কেটে দেন। মুহূর্তের মধ্যেই কমপক্ষে ২-৩ হাজার লোক জড়ো হয়ে যান। আধিকারিকদের ঘিরে ধরে বেধড়ক মারধর করা হয় বলেই অভিযোগ। শুধু তাই নয়, ইডির গাড়িও ভাঙচুর করা হয়। তার পর থেকেই সাম্রাজ্য ছাড়া হয়ে যান শাহজাহান। ইডির উপর হামলার এই ঘটনায় ন্যাজাট থানায় ২ টি এফআইআর হয়েছিল। একটি এফআইআর হয় ইডির অভিযোগের ভিত্তি। অন্যটি স্বতঃপ্রণোদিতভাবে রুজু করে পুলিশ।

Advertisement

[আরও পড়ুন: লোকসভার তুলনায় ভোটদানের হার অনেক কম বিধানসভা উপনির্বাচনে! কারণ ঘিরে ধোঁয়াশা]

সোমবার বসিরহাট জেলা আদালতে তোলা হয় শেখ শাহজাহানকে। এদিন জামিনের আবেদন করেন তিনি। পুলিশের করা সেই স্বতঃপ্রণোদিত মামলায় জামিন পেলেন শাহজাহান। তবে এছাড়াও একাধিক মামলা রয়েছে সন্দেশখালির এই দাপুটে নেতার বিরুদ্ধে। যাতে জামিন মঞ্জুর করেনি বসিরহাট আদালত। ফলত আপাতত জেলেই থাকতে হবে তাঁকে।

[আরও পড়ুন: বিচ্ছেদের জল্পনায় ইতি? হার্দিক ফর্মে ফিরতেই নাতাশার ইনস্টায় ফিরল যুগলের ছবি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement