সন্দেশখালি কাণ্ডে ধৃত তৃণমূল নেতা শিবু হাজরা
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্দেশখালি কাণ্ডে পুলিশ হেফাজতে শেখ শাহজাহান ঘনিষ্ঠ শিবু হাজরা। আটদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বসিরহাট মহকুমা আদালত। আগামী ২৬ ফেব্রুয়ারি ফের আদালতে পেশ করা হবে ধৃত তৃণমূল নেতাকে। এদিকে, সন্দেশখালির আরও ৪টি এলাকায় ১৪৪ ধারা শিথিল করা হয়েছে।
শেখ শাহজাহান অনুগামীদের বিরুদ্ধে গণধর্ষণের মামলা দায়েরের পর, ডিজি রাজীব কুমারের সাংবাদিক বৈঠকের ঠিক ১০ মিনিটের মধ্যে গ্রেপ্তার হন অন্যতম অভিযুক্ত শিবপ্রসাদ হাজরা। ন্যাজাট থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আগেই গ্রেপ্তার হয়েছেন উত্তম সরকার। ইনি শেখ শাহজাহানের আরেক অনুগামী। শিবুকে শনিবার রাতে বসিরহাট থানাতেই রাখা হয়। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় গোটা থানা চত্বর। রবিবার সকাল সাড়ে ১১টা নাগাদ থানা থেকে বের করা হয় তাঁকে। শিবুকে লক্ষ্য করে ‘চোর’, ‘চোর’ স্লোগান দেন স্থানীয়রা। কবে শেখ শাহজাহান গ্রেপ্তার হবে, এই প্রশ্ন তুলে থানার সামনে বিক্ষোভও দেখান ‘নির্যাতিত’রা। গোটা গ্রামে ঘুরে ঘুরে মিষ্টিমুখও করেন স্থানীয়রা।
স্বাস্থ্যপরীক্ষার পর শিবুকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। পুলিশের তরফে আদালতে দাবি করা হয়, পালানোর চেষ্টা করেছিল। তখনই গ্রেপ্তার করা হয় তাকে। শিবু অত্যন্ত প্রভাবশালী। জামিন পেলে এলাকার শান্তি বিঘ্নিত হতে পারে। সওয়াল জবাব শোনার পর বিচারক শিবুর পুলিশ হেফাজতের নির্দেশ দেন। ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় বসিরহাট মহকুমা আদালত। আগামী ২৬ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি। শিবুর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ এ, ৩৫৪ বি, ৩৭৬ ডি, ৩০৭, ৩৪১, ৩২৩, ৫০৬, ৫০৯ ও ৩৪ নম্বর ধারায় মামলা রুজু হয়েছে। বাকি মামলাগুলি আগেই হয়েছিল। পরে এক মহিলার গোপন জবানবন্দি নেওয়ার পর শনিবার মামলায় যুক্ত হয় ৩৭৬ ডি (গণধর্ষণ) ও ৩০৭ (খুনের চেষ্টা) ধারাও।
এদিকে, ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে সন্দেশখালি। সন্দেশখালি ২ নম্বর ব্লকের সাতটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১৯টি জায়গায় ১৪৪ ধারা জারি ছিল। তার মধ্যে গোপালঘাট, দাউদপুর, আতাপুর, পুলেপারায় ১৪৪ ধারা প্রত্যাহার করেছে প্রশাসন। বাকি ১৫টি জায়গায় আগামী বুধবার দুপুর ১২টার পর থেকে ১৪৪ ধারা তুলে নেওয়া হবে বলেই জানিয়েছেন বসিরহাটের পুলিশ সুপার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.