Advertisement
Advertisement

Breaking News

Lok Sabha 2024

ভোটের মরশুমে মিষ্টিতেও রাজনীতি! দেদার বিকোচ্ছে ঘাসফুল-পদ্মফুল-কাস্তে হাতুড়ি সন্দেশ

কোথায় বিকোচ্ছে এই মিষ্টি?

Sandesh with symbols of political parties getting sold during Lok Sabha 2024
Published by: Tiyasha Sarkar
  • Posted:May 23, 2024 12:53 pm
  • Updated:May 23, 2024 12:57 pm  

সম্যক খান, মেদিনীপুর: ভোটের (Lok Sabha Elections 2024) মরশুমে মিষ্টিতেও রাজনীতি! থরে থরে পাশাপাশি সাজানো সন্দেশের ট্রে। স্বাদে এক হলেও কোনওটিতে জ্বলজ্বল করছে ঘাসফুল, পদ্মফুল, কোনওটায় কাস্তে-হাতুড়ি-তারা। দেদার বিকোচ্ছে সেইসব সন্দেশ। অভিনব এই ভাবনা দেখা গিয়েছে মেদিনীপুরের এক মিষ্টির দোকানে।

বিজয় উৎসব থেকে শুরু করে সবরকম আনন্দ অনুষ্ঠানেই মিষ্টিমুখ প্রচলিত প্রথা। লাড্ডুর পাশাপাশি সন্দেশ, কালাকাঁদও যথেষ্ট জনপ্রিয়। কিন্তু ভোটের মরশুমে নজর কাড়ছে অন্যরকম মিষ্টি। মেদিনীপুর শহরের পঞ্চুরচকের এক মিষ্টির দোকানে বিকোচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতীকের ছাপ দেওয়া বিশেষ সন্দেশ। দাম ১৫ টাকা থেকে ২০ টাকার মধ্যে। ইতিমধ্যেই তা বেশ জনপ্রিয়ও হয়েছে। তবে সবথেকে বেশি বিকোচ্ছে ঘাসফুল এবং পদ্মফুল ছাপ দেওয়া সন্দেশই।

Advertisement

[আরও পড়ুন: সিগন্যালিং সমস্যার জেরে সাতসকালে মেট্রো বিভ্রাট, ভোগান্তিতে যাত্রীরা]

রাজনৈতিক দলগুলির কর্মী-সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষও কিনে নিয়ে যাচ্ছেন ওই সন্দেশ। এ বিষয়ে দোকানের কর্ণধার তথা দুই বোন মেঘাশ্রী ও শিল্পাশ্রীর কথায়, নির্বাচন তথা ভোটাধিকারকে উৎসাহ দিতে এই পরিকল্পনা নেওয়া হয়েছে। নতুন কিছু করার ভাবনা ছিল। সেই ভাবনা থেকেই মোটামুটিভাবে সব রাজনৈতিক দলকেই উৎসাহ দিতে বিশেষ ধরনের এই সন্দেশ তৈরি করা হয়েছে। সাধারণ মানুষকে রাজনীতি নিয়ে সচেতন করাটাও একটা লক্ষ‌্য। চাহিদাও আছে ভালো। আগামিদিনে আরও নতুন কিছু করার পরিকল্পনা আছে।

[আরও পড়ুন: শাহ-যোগী ‘বিভেদ’ উসকে দেওয়ার কৌশল, দিল্লি জয়ে নয়া চাল কেজরির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement