শ্রীকান্ত পাত্র, ঘাটাল: একই পোস্টার সিপিএম ও বিজেপির! ফের রাম-বাম ‘জোট’ ঘিরে হইচই ছড়াল ঘাটালের মনোহরপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। শুধু পোস্টারের ভাষা এক নয়, পোস্টারের ব্যাখ্যায় সিপিএম ও বিজেপির গলাতেও একই সুর।
কেমন যেন এক অদ্ভুত মিল দুই রাজনৈতিক দলের নেতাদের কথায়। তবে কি পঞ্চায়েত ভোটে তলায় তলায় জোট করতে চলেছে সিপিএম-বিজেপি? যা নিয়ে জোর রাজনৈতিক তরজা শুরু হয়েছে ঘাটালে। ঘাটালের মনোহরপুর গ্রামে একই ভাষার পোস্টার নিয়ে তীব্র আক্রমণ শানিয়েছেন ঘাটাল ব্লক তৃণমূল সভাপতি দিলীপ মাজি। তাঁর প্রশ্ন, ‘‘একই ভাষার পোস্টার ঘিরে কি মনে হয় না সিপিএম ও বিজেপি তলে তলে জোট বাঁধছে? এটা তো জলের মতো পরিষ্কার, একই ভাষায় পোস্টার দিয়ে তৃণমূলকে আক্রমণ করছে দুই দল। তার মানে তলে তলে জোট বাঁধছে সিপিএম ও বিজেপি। এতে তো আমাদেরই সুবিধা হল। যা এতদিন ছিল গোপনে, তা এখন প্রকাশ্যে এসে গেল। কেবলমাত্র ভোটের স্বার্থে একটি সাম্প্রদায়িক দলের সঙ্গে জোট বাঁধছে সিপিএম। সিপিএমের সেই আদর্শ আজ কোথায়?’’
কী লেখা রয়েছে এই পোস্টারে? ঘাটাল ব্লকের মনোহরপুর গ্রামে সাদা-কালো পোস্টারে লেখা হয়েছে ‘চোর তাড়াও গ্রাম বাঁচাও’। নিচে লেখা রয়েছে সিপিআই(এম)। আর লাল-হলুদ রঙের ফ্লেক্সে লেখা হয়েছে ‘চোর তাড়াও গ্রাম বাঁচাও’। নিচে লেখা রয়েছে বিজেপি। দুই ধরনের পোস্টারে ছয়লাপ হয়ে গিয়েছে মনোহরপুর এলাকা। যা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। দুটি পোস্টার দেখিয়ে তৃণমূল ইতিমধ্যে বলতে শুরু করেছে, আগামী পঞ্চায়েত ভোটে সিপিএম বিজেপি জোট বাঁধতে চলেছে। এই পোস্টারই তার প্রমাণ। যদিও সিপিএম ও বিজেপি তৃণমূলের এই দাবিকে উড়িয়ে দিয়েছে।
মনোহরপুর গ্রামের সিপিএম নেতা তথা এরিয়া কমিটির সম্পাদক সমীর হাজরা বলেন, ‘‘আমরা অনেক আগে থেকেই গ্রাম গ্রামে চোর তাড়াও গ্রাম বাঁচাও স্লোগান তুলে মিটিং মিছিল করেছি। ১০০ দিনের কাজের প্রকল্প থেকে শুরু করে আবাস যোজনা, শৌচাগার-সহ সমস্ত সরকারি প্রকল্পে তৃণমূল নেতারা লক্ষ লক্ষ টাকা চুরি করেছে। ভুয়ো জব কার্ড দেখিয়ে লক্ষ লক্ষ টাকা লুঠ করেছে তৃণমূল নেতারা। আমরা বারবার বলছি, চোর না তাড়ালে গ্রামের উন্নয়ন হবে না। এই স্লোগান সারা রাজ্যে চলছে। বিজেপি কেন ওই ধরনের পোস্টার দিল তা তো বলতে পারব না। আর তৃণমূল যে জোটের কথা বলছে তা ওঁদের আতঙ্কের বহিঃপ্রকাশ। বিজেপির সঙ্গে আমাদের কাল্পনিক জোটের প্রচার করে আত্মসুখ পেতে চাইছে তৃণমূল।’’
এদিকে ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাটের কথায়, ‘‘সিপিএমের সঙ্গে কোন দুঃখে জোট করতে যাব আমরা? আমরা বলছি এমন কোনও সরকারি প্রকল্প নেই যেখানে তৃণমূল নেতারা চুরি করেনি। আবাস থেকে ভুয়ো জব কার্ড, একশো দিনের কাজের প্রকল্প- সবেতেই চুরি করেছে তৃণমূল। তাই গ্রামের যতটা উন্নয়ন হতো, তা হয়নি। তাই আমরা বলছি চোর তাড়াও গ্রাম বাঁচাও। গ্রাম বাঁচাতে হলে চোর তাড়াতে হবে। যেটা সত্য সবাই তো একই বলবে। সেটা সিপিএম বা বিজেপি বা কংগ্রেস বা তৃণমূলের প্রশ্ন নয়। সত্য সত্যই।’’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.