Advertisement
Advertisement

দুই পড়ুয়াকে পিষে মারল ট্রাক, রণক্ষেত্র শালবনি

জনতার বিক্ষোভে মাথা ফাটল পুলিশকর্তার৷

Salboni boils after truck mows two students
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 20, 2017 10:03 am
  • Updated:October 8, 2019 2:33 pm

সংবাদ প্রতিদিন ব্যুরো: আর পাঁচটা দিনের মতোই অটোয় চড়ে স্কুলে যাচ্ছিল ভাদুতলা হাইস্কুলের ১১ জন ছাত্রছাত্রী৷ কিন্তু সেই পথেই বাদ সাধল ১০ চাকার একটি ট্রাক৷ চাকা ফেটে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে অটোটিকে পিষে দিল তুষবোঝাই ট্রাক৷ স্কুলে গিয়ে ক্লাস করার স্বপ্নের সেখানেই সমাধি হল দুই ছাত্রছাত্রীর৷ গুরুতর জখম হল বাকিরা৷ রক্তে ভেসে গেল গোটা এলাকা৷ উল্টে গেল ট্রাকটিও৷ ট্রাক এবং অটোচালক-সহ ১১ জনকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হল মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে৷ তার মধ্যে পাঁচ ছাত্রছাত্রীর অবস্থা সংকটজনক৷ মর্মান্তিক এই দুর্ঘটনার পরই পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন স্থানীয়রা৷

দুই স্কুল পড়ুয়ার মৃত্যুকে ঘিরে বৃহস্পতিবার সকালে রণক্ষেত্র হয়ে ওঠে পশ্চিম মেদিনীপুরের শালবনির ভাদুতলা৷ চলল রাস্তা অবরোধ, পুলিশের জিপ ভাঙচুর, পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি৷ অবরোধকারীদের হাতে আক্রান্ত হন শালবনির আইসি বিশ্বজিত্‍ সাহা-সহ কয়েকজন পুলিশকর্মী৷ বিশ্বজিৎবাবুর মাথা ফেটে গিয়েছে৷

Advertisement

এদিন সকালে মেদিনীপুরগামী একটি দশ চাকার ট্রাকের চাকা ফেটে যায়৷ আর তার ফলেই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টোদিক থেকে আসা অটোকে ধাক্কা মারলে দুর্ঘটনা ঘটে৷ ব্যস্ত ভাদুতলা মুহূর্তে স্তব্ধ হয়ে যায়৷ দুমড়ে মুচড়ে যাওয়া অটো থেকে জখম ছাত্রছাত্রীদের বের করে আনেন স্থানীয় বাসিন্দারাই৷ রক্তাক্ত ছাত্রছাত্রীদের এলাকাবাসীই হাসপাতালে নিয়ে যায়৷ সেখানেই ছুটে আসেন অভিভাবকরা৷ স্কুলের শিক্ষক-শিক্ষিকারাও সেখানে যান৷ ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ৷ তবে ট্রাক চালকের অবস্থাও আশঙ্কাজনক৷ দুর্ঘটনার খবর পেয়েই মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পৌঁছে যান মেদিনীপুর সদরের মহকুমা শাসক, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement