সন্দীপ মজুমদার, উলুবেড়িয়া: রাজনীতির সঙ্গে কোনও সম্পর্ক ছিল না। স্বামীর মৃত্যু পর উপনির্বাচনে জিতে সাংসদ নির্বাচিত হন। অল্পদিনেই জনপ্রতিনিধি হিসেবে এলাকায় বেশ জনপ্রিয় হয়ে ওঠেছেন তিনি। হাওড়ার উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে ফের সাজদা আহমেদকেই প্রার্থী করল তৃণমূল কংগ্রেস। পূর্ণ মেয়াদের জন্য সাংসদ নির্বাচিত হয়ে স্বামীর স্বপ্নপূরণ করতে চান সাজদা। প্রার্থী মনোনীত করার জন্য দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও উলুবেড়িয়ার মানুষকেও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
[ পুরনো সেনাপতিতেই ভরসা, দলের প্রয়োজনে সহযোদ্ধাদেরই এগিয়ে দিলেন মমতা]
গত লোকসভা ভোটে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন তৃণমূল প্রার্থী সুলতান আহমেদ। ২০১৭ সালে সেপ্টেম্বরে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন তিনি। উপনির্বাচনে প্রয়াত সাংসদের স্ত্রী সাজদা আহমেদকে প্রার্থী করে তৃণমূল। লক্ষাধিক ভোটে জেতেন তিনি। মঙ্গলবার দুপুরে যখন নিজের বাসভবনে সাংবাদিক বৈঠক করে প্রার্থীতালিকা ঘোষণা করছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তখন উলুবেড়িয়া, বাগনান, আমতা, উদয়নারায়ণপুর-সহ বিভিন্ন এলাকায় টিভির পর্দায় চোখে রেখেছিলেন বহু মানুষ। উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে প্রার্থী হিসেবে সাজদা আহমেদের নাম ঘোষণা হতেই রীতিমতো উৎসব শুরু হয়ে যায়। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, সুলতান আহমেদের মৃত্যুর পর সাংসদ হিসেবে সবসময়ই এলাকার মানুষের পাশে থেকেছেন তাঁর স্ত্রী। সাজদা আহমেদকে ছাড়া আর কাউকেই প্রার্থী হিসেবে ভাবতেই পারেন না তাঁরা।
সুলতান আহমেদের মৃত্যুর পর এক বছর উলুবেড়িয়ার সাংসদ ছিলেন। আর এবার পূর্ণ মেয়াদের সাংসদ পদপ্রার্থী হিসেবে তাঁকে মনোনীত করেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলনেত্রীকে কৃতজ্ঞতা জানিয়েছেন উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সাজদা আহমেদ। কৃতজ্ঞতা জানাতে ভোলেননি উলুবেড়িয়া মানুষকেও। সাজদা আহমেদ বলেন, ‘একবছর ধরে এলাকার উন্নয়নে সর্বতোভাবে চেষ্টা করে গিয়েছি। বিধায়ক, অন্যান্য জনপ্রতিনিধি ও দলের কর্মীরাও সহযোগিতা করেছেন।’ দ্বিতীয়বার ফের সাংসদ নির্বাচিত হওয়ার বিষয়ে রীতিমতো আত্মবিশ্বাসী সাজদা আহমেদ।
[ দিল্লির লড়াইয়ে তৃণমূলের নতুন মুখ কারা? দেখে নিন একঝলকে]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.