Advertisement
Advertisement

Breaking News

Haldia

বঙ্গোপসাগরে জাহাজডুবি, পাঁচ দিন পরও খোঁজ মেলেনি হলদিয়ার নাবিকের

রবিবার রাতে কলকাতা থেকে পোর্ট ব্লেয়ার যাওয়ার পথে বঙ্গোপসাগরে ডুবে যায় জাহাজটি।

Sailor of Haldia still missing after five days

নিখোঁজ তপন মাল। ছবি-রঞ্জন মাইতি

Published by: Subhankar Patra
  • Posted:August 30, 2024 2:46 pm
  • Updated:August 30, 2024 2:46 pm  

নিজস্ব সংবাদদাতা, হলদিয়া: পেরিয়ে গিয়েছে পাঁচ দিন। ডুবে যাওয়া জাহাজ এম ভি আইটিটি পুমা-র চিফ অফিসার তপন মাল এখনও নিখোঁজ। দুশ্চিন্তায় দিন কাটছে স্ত্রী, দুই মেয়ে ও আত্মীয়-স্বজনের। ভারতীয় উপকূল রক্ষী বাহিনী জানিয়েছে তল্লাশি চলছে। 

বছর পঞ্চাশের তপনবাবুর বাড়ি হলদিয়ার বাড় বাসুদেবপুর গ্রামে। রবিবার রাতে কলকাতা থেকে পোর্ট ব্লেয়ার যাওয়ার পথে সাগরদ্বীপ থেকে ১৩২ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে জাহাজটি প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে ডুবে যায়। ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর সূত্রে সোমবার সকালে খবর পান পরিবারের সদস্যরা। তার পর থেকেই উৎকণ্ঠায় রয়েছেন তাঁরা। ইতিমধ্যে জাহাজটি থেকে উদ্ধার হওয়া ১১ জন নাবিককে নিরাপদে পারাদ্বীপে পৌঁছে দিয়েছে ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর জওয়ানরা।

Advertisement

[আরও পড়ুন: নিম্নচাপের ভ্রুকুটি, সপ্তাহান্তে বৃষ্টিতে ভিজবে বাংলার এই জেলাগুলো!]

কিন্তু এখনও নিখোঁজ জাহাজের ক্যাপ্টেন সুদাম দেবনাথ, চিফ অফিসার তপন মাল এবং আরও একজন নাবিক। রবিবার রাত থেকে বৃহস্পতিবার পর্যন্ত ১১০ ঘণ্টা তল্লাশি চলছে। তার পরও তাঁদের কোনও সন্ধান পাওয়া যায়নি বলে জানা গিয়েছে। তপনবাবুর স্ত্রী শ্যামলী মাল স্বামীর নিখোঁজ থাকার খবরে রীতিমতো ভেঙে পড়েছেন। দুই মেয়ে সৌমিলি এবং সোহিনী। সৌমিলি ইংরেজি অনার্স নিয়ে প্রথম বর্ষে পাঠরত। সোহিনী দ্বাদশ শ্রেণিতে পড়াশোনা করছেন।

তপনবাবুর শ্বশুর রামপদ মাইতি জানিয়েছেন, “কোস্টগার্ড ১১ জনকে উদ্ধার করলেও এখনও তিনজন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে আমার জামাই আছেন। এতদিন কেটে গেল। কোনও খবর পাচ্ছি না। খুব দুশ্চিন্তায় রয়েছি।” এমভি আইটিটি পুমাতে চিফ অফিসার পদে ছিলেন তপনবাবু। জাহাজের মালিক পারভেজ রহমান বলেন, “জাহাজের ক্যাপ্টেন সুদাম দেবনাথ, চিফ অফিসার তপন মাল-সহ আরও একজন নাবিক নিখোঁজ রয়েছেন। খোঁজ চলছে। দেখা যাক কি হয়।” ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর হলদিয়া হেডকোয়ার্টারের ডিআইজি কানয়াল জিৎ সিং জানিয়েছেন, “আমরা ১১ জন নাবিককে উদ্ধার করে তাঁদের নিরাপদ আশ্রয়ে ফেরাতে পেরেছি। বাকি তিনজনের খোঁজ চলছে।”

[আরও পডুন: গলায় গেরুয়া, মারমুখী মেজাজ! নবান্ন অভিযানে অশান্তির অভিযোগে গ্রেপ্তার তরুণী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement