Advertisement
Advertisement
Purulia

বুনো হাতির হামলা থেকে বাঁচাতে এবার পুরুলিয়াবাসীর পাশে ‘সহায়’, জেনে নিন খুঁটিনাটি

কীভাবে কাজ করবে এই অ্যাপ?

Sahay app started to save people of Purulia from wild elephant attacks | Sangbad Pratidin

ফাইল ছবি।

Published by: Tiyasha Sarkar
  • Posted:October 1, 2023 3:58 pm
  • Updated:October 1, 2023 3:58 pm  

সুমিত বিশ্বাস, পুরুলিয়া: জঙ্গলমহলে বুনো হাতির হামলা থেকে বাঁচতে বনবস্তির মানুষজনদের পাশে এবার ‘সহায়’। বনমহল পুরুলিয়ায় হাতির অবস্থান কোথায়, কোন গ্রামের কোন মৌজায় হাতির দল রয়েছে তা নোটিফিকেশনে জানিয়ে দিচ্ছে পুরুলিয়া জেলা পুলিশের অ্যাপ ‘সহায়’ ব্যবহার করা মানুষজনদের। সেই সঙ্গে আরও নানান বন্যপ্রাণের গতিবিধির খবরও চলে আসছে নিজের স্মার্টফোনে। এছাড়া আবহাওয়ার পূর্বাভাস, হড়পা বানানের সর্তকতা, এমনকি কর্মসংস্থানে সরকারি ও বেসরকারি ক্ষেত্রে কোথায় কত শূন্য পদ-সহ কাজের সুযোগও বাতলে দিচ্ছে এই অ্যাপ। তাছাড়া ট্রাফিক সচেতনতা, পুরুলিয়া জেলা পুলিশ-সহ জঙ্গলমহলের এই জেলার গুরুত্বপূর্ণ খবরগুলিও নোটিফিকেশনে আসছে। খুব শীঘ্রই নানান সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা, এই জেলার পর্যটনের তথ্য তালাস-সহ কৃষি কাজের বিষয়েও গাইড করবে এই অ্যাপ।

এই অ্যাপ শুধু আঙুলের ছোঁয়াতে নিরাপত্তা সুনিশ্চিতকরণ বা জীবনের সুরক্ষায় মুশকিল আসান নয়। জঙ্গলমহলে কার্যত চলমান জীবনের গাইড বুক হিসাবে উঠে আসছে ‘সহায়’। তাই এই জেলার ৪ লক্ষ ৮৯ হাজার ৩৩২ জন মানুষই শুধু এই অ্যাপ ডাউনলোড করেছেন তা নয়। ভিন জেলা বা রাজ্যের পর্যটকরাও এই অ্যাপ নিজের অ্যান্ড্রয়েড ফোনে ডাউনলোড করেন। সেই সংখ্যা ১০,৩৩২। পুরুলিয়া জেলা পুলিশ জানিয়েছে, এই অ্যাপ রেজিস্টার করা প্রায় ৫ লাখ মানুষের নিরিখে এক মোবাইল থেকে পরিবারের সুবিধার ভিত্তিতে ২০ লক্ষ মানুষ ‘সহায়’-র সঙ্গে যুক্ত হয়েছেন। যাকে সাফল্য হিসাবে দেখছে পুরুলিয়া জেলা পুলিশ। তাদের তথ্য বলছে, ২ লাখ ৫৯ হাজার ৫৭৫ জন এই অ্যাপ প্রায় সব সময় ব্যবহার করছেন।

Advertisement

[আরও পড়ুন: বিতর্ক সৃষ্টি হয় এমন প্রশ্ন নয় মাধ্যমিকের টেস্ট পরীক্ষায়, স্কুলগুলিকে নির্দেশ পর্ষদের]

২০২২ সালের ২৪ ডিসেম্বর ‘সহায়’ পথ চলা শুরু করে। এখনও পর্যন্ত এই অ্যাপ থেকে চটজলদি সুবিধা পেয়েছেন ২৯,৭৩৫ জন। এর মধ্যে যে ৭১৬ টি ফিডব্যাক মিলেছে তা উল্লেখযোগ্য। পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, “নিরাপত্তা সুনিশ্চিত বা সুরক্ষার বিষয় শুধু নয়। হাতি সহ বন্যপ্রাণের অবস্থান, আবহাওয়ার পূর্বাভাস, কর্মসংস্থান সহ আরও বেশ কিছু বিষয় নোটিফিকেশন পাচ্ছেন এই অ্যাপ ব্যবহার করা মানুষজন। খুব শীঘ্রই আমরা সরকারি প্রকল্পের কথা সহ এই জেলার পর্যটনের তথ্য-তালাস তুলে ধরব।”

অ্যান্ড্রয়েড ফোনে গুগল প্লে স্টোরে ‘সহায়’, পুরুলিয়া জেলা পুলিশ টাইপ করলেই সহজে ডাউনলোড হয়ে যাবে। রেজিস্টার করতে নাম, মোবাইল নম্বর, বাড়ির ঠিকানা-সহ কিছু তথ্য দিতে হবে। এই অ্যাপে এসওএস বাটনে স্পর্শ করলেই জরুরীকালীন ভিত্তিতে পুলিশি সহায়তা চাওয়ার অপশন থাকবে। চারটি জায়গায় একযোগে বার্তা যাবে। আশপাশে থাকা ‘সহায়’-র কুইক রেসপন্স টিমের ভ্যান। সেই সঙ্গে ওই এলাকার ওসি বা আইসি। এছাড়া ওই এলাকার ডিএসপি বা এসডিপিও পদমর্যাদার আধিকারিক। এছাড়া এই খবর যাবে পুলিশ সুপারের কন্ট্রোলরুমে। ত্রিস্তরীয় পর্যবেক্ষণে বিপদে পড়া মানুষকে পুলিশি সহায়তা দেওয়ার জন্য তৎপর হয়ে উঠবে জেলা পুলিশ। ওই স্তরগুলিতে আসা ফোন রিসিভ করলেই একটি লিংক আসবে।

এই লিংক খুললেই যিনি ফোন করছেন তার নম্বর অবস্থান, অক্ষাংশ, দ্রাঘিমাংশ সহ গুগল আর্থের মাধ্যমে সেখানে পৌঁছানোর রুট বাতলে দেবে। বিপদে পড়া বা পুলিশি সহায়তা চাওয়া ওই মানুষটি পুলিশের সহায়তা সঠিকভাবে পেলেন কিনা তা ফিডব্যাক অপশনে টাইপ করে বা ভয়েজ ওভারে জানাতে পারবেন। ফিডব্যাক না এলে জেলা পুলিশের কন্ট্রোল রুম সংশ্লিষ্ট আধিকারিকদের কাছ থেকে জানতে চাইবেন। পরবর্তীকালে যিনি ফোন করেছেন তাকেও ফোন করা হবে। এই অ্যাপ থেকে পুলিশি সহায়তার সুবিধা পাওয়া মানুষজনদের পুলিশ সুপার নিজে ফোন করেও মনিটরিং করেন ফি দিন। নিরাপত্তা জনিত বিষয় ছাড়াও সামাজিক সহ নানা ক্ষেত্রের সমস্যায় এই অ্যাপ ব্যবহার করছেন এই জেলার মানুষজন। দুর্ঘটনা, বজ্রপাত, ছিনতাই, ডাকাতি, ধর্ষণ, অপহরণ, জঙ্গলে আগুন এমনকি বন্যপ্রাণ মারা যাওয়ার বিষয়েও ভরসা ‘সহায়’।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement