Advertisement
Advertisement

Breaking News

Sagardighi by election

সাগরদিঘি উপনির্বাচনে বামেদের সমর্থন চাইল কংগ্রেস, প্রার্থীর নাম ঘোষণা বিজেপির

বিজেপির প্রার্থী এলাকার বিশিষ্ট ব্যবসায়ী, এখনও প্রার্থীর নাম ঘোষণা করেনি সিপিএম।

Sagardighi by election: Congress wants support from left parties | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:February 2, 2023 8:51 am
  • Updated:February 2, 2023 8:51 am  

রূপায়ণ গঙ্গোপাধ্যায় ও কল্যাণ চন্দ্র: সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বামেদের সমর্থন চাইল কংগ্রেস। কংগ্রেস প্রার্থীকে সমর্থন করার জন‌্য অনুরোধ জানিয়ে বামফ্রন্ট চেয়ারম‌্যান বিমান বসুকে চিঠি দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ অধীর চৌধুরী (Adhir Chowdhury)।

জেলার পরিচিত, প্রতিষ্ঠিত ব‌্যবসায়ী বাইরন বিশ্বাসকে সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে প্রার্থী করেছে কংগ্রেস। এই কেন্দ্রে বামেরা এখনও প্রার্থী ঘোষণা করেনি। বুধবার অধীর চৌধুরী ফ্রন্ট (Left Front) চেয়ারম‌্যান বিমান বসুকে চিঠিতে লিখেছেন, জেলার বামদলগুলির নেতৃত্বকে বিমানবাবু যেন বলেন কংগ্রেস প্রার্থীকে রাজনৈতিকভাবে পুরো সমর্থন করার জন‌্য। এবং নির্বাচনে কংগ্রেসের সমর্থনে বামেদের সক্রিয় সহযোগিতার বিষয়টিও যেন নিশ্চিত করা হয়। অধীরের বক্তব‌্য, সাগরদিঘির উপনির্বাচনে বাম ও কংগ্রেস একত্রে লড়লে বিরোধী ভোট ভাগ হবে না। বিরোধী ভোট মেরুকরণও হবে না। সাগরদিঘিতে বাম-কংগ্রেস জোটের ক্ষেত্রে বামফ্রন্ট চেয়ারম‌্যানের থেকে সহযোগিতা পাবেন বলেই আশাপ্রকাশ করেছেন অধীর চৌধুরী। একত্রে লড়ার জন‌্য অধীর চৌধুরী চিঠি দিলেও বামেরা অবশ‌্য এখনই এ বিষয়ে কিছু জানায়নি।

Advertisement

[আরও পড়ুন: ভোটমুখী কর্ণাটকে ৫, ৩০০ কোটি টাকার বিশেষ প্যাকেজ, নির্মলার বাজেটে কী পেল বাংলা?]

কারণ, বামদলগুলির নেতাদের সঙ্গে আলোচনা করে সহমত হয়েই সিদ্ধান্ত নেওয়া হবে বামফ্রন্টের বৈঠকে। তবে সাগরদিঘি বিধানসভার (Sagardighi Bye-Election) উপনির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে সিপিএম (CPIM) কতটা এগিয়ে আসবে তা নিয়ে অবশ‌্য কিছুটা ধন্দ রয়েছে। কারণ, কংগ্রেসের ভারত জোড়ো যাত্রায় পশ্চিমবঙ্গে যেদিন শেষ হয় সেদিন অধীর চৌধুরীর অনুরোধ সত্ত্বেও সিপিএম রাজ‌্য সম্পাদক মহম্মদ সেলিম (Md Selim) সেখানে উপস্থিত থাকেননি। নৈতিক সমর্থন জানিয়েছিলেন সিপিএম রাজ‌্য সম্পাদক।

[আরও পড়ুন: ‘দিদি একা সামলাতে পারছেন না’, মানিকের ২টি পাসপোর্টের হদিশে মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের]

এদিকে সাগরদিঘি উপনির্বাচনের জন্য প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে বিজেপি। দিলীপ সাহা একজন বিশিষ্ট ব্যবসায়ী। নবগ্রামের বাসিন্দা দিলীপ সাহা বর্তমানে বহরমপুরেই থাকেন। ২০১৬ সালে নবগ্রাম বিধানসভায় তৃণমূলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন দিলীপ সাহা (Dilip Saha)। সে সময় নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিএমের কানাই মন্ডলের কাছে পরাজিত হন। ২০২১ বিধানসভা নির্বাচনে টিকিট না পেয়ে বিজেপিতে যোগ দেন তিনি। তাঁর দাবি, জয়ের বিষয়ে ১০০ শতাংশ আশাবাদী তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement