বাবুল হক, মালদহ: রবিবার ছিল শোকের দিন। এই দিনেই প্রয়াণ ঘটেছিল বাবা মহাম্মদ সৈয়দ নুরের। দুপুর ঠিক একটা। বাবার প্রয়াণ দিবস পালন করছিলেন তিনি। পান্ডুয়ার মাজার শরিফে বাবার সমাধির সামনে দোয়া করছিলেন। দোয়া শেষেই তাঁর মোবাইলে ফোন আসে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। নিমেষেই শোক যেন বদলে যায় খুশিতে। মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে সরাসরি তার কথা হয় বেশ কিছুক্ষণ।
রাজ্যসভার সাংসদ পদে প্রার্থী হিসাবে নাম ঘোষণা হতেই মালদহে মৌসম নুরকে ঘিরে আনন্দ আর উচ্ছ্বাসে ফেটে পড়েন জেলা তৃণমূলের নেতা-কর্মীরা। তৃণমূলের দলীয় কর্মীরা ছুটে আসেন দলের জেলা সভানেত্রী মৌসম নুরের দপ্তরে। মৌসমকে মিষ্টি খাইয়ে, মালা পরিয়ে শুভেচ্ছা জানানোর হিড়িক পড়ে যায়। রবিবারই রাজ্যসভার সাংসদ পদের প্রার্থী হিসাবে মালদহের নেত্রী মৌসম নুরের নামও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই জেলা তৃণমূল শিবিরে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। এক এক করে দলীয় কর্মীরা তাঁর স্টেশন রোডের নুর ম্যানসন ভবনে ছুটে আসেন। কারও হাতে ফুলের তোড়া, কারও হাতে মালা। কেউবা আবার মিষ্টির প্যাকেট নিয়ে এসে জেলা সভানেত্রীকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি মিষ্টিমুখ করান।
তাঁকে রাজ্যসভার প্রার্থী করায় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানিয়েছেন মৌসম নুর। এদিন মালদহে মৌসম বলেন, “গর্বিত বোধ করছি। আজকে বিশ্ব নারী দিবসের দিনে নেত্রী আমাকে এত বড় সম্মান দিয়েছেন। মানুষের জন্য আরও বেশি কাজ করার সুযোগ করে দিয়েছেন। রাজ্যসভায় গিয়ে মানুষের জন্য কথা বলার সুযোগ করে দিয়েছেন। নেত্রীর কাছে আমি কৃতজ্ঞ।” আসন্ন বিধানসভা নির্বাচনে মালদহ জেলার সমস্ত আসনেই জয় পেতে হবে বলে দলীয় কর্মীদের বার্তা দেন মৌসম। তিনি বলেন, “আজ একটা বিশেষ দায়িত্ব, সম্মান পেয়েছি। এবং সবকিছু মিলে মালদহের আগামী দিনের রেজাল্ট আমি ভালো করতে পারি। আমাদের নেত্রী সব সময় আমাদের সঙ্গে রয়েছেন। ওনার আশীর্বাদ আমার সঙ্গে আছে। উনি এসেছিলেন কিছুদিন আগে। মালদহে আমাদের খুব সফল কর্মী সম্মেলন হয়েছিল। হাজার হাজার কর্মী যেভাবে এগিয়ে এসেছিলেন দিদির কথা শোনার জন্য আমি মনে করি আগামিদিনে মালদহের রেজাল্ট অবশ্যই ভাল হবে এবং এই বাড়তি পাওনাকে আরও বেশি করে কাজে লাগানোর চেষ্টা করব।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.