Advertisement
Advertisement

রাজ্যের মুকুটে নয়া পালক, রাষ্ট্রসংঘে স্বীকৃতি পাচ্ছে ‘সবুজ সাথী’ প্রকল্প

কন্যাশ্রী ও উৎকর্ষ বাংলার পর নয়া আন্তর্জাতিক স্বীকৃতি রাজ্যের৷

 Sabuj Sathi will be awarded in United Nation
Published by: Tanujit Das
  • Posted:February 20, 2019 3:51 pm
  • Updated:February 20, 2019 3:51 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘কন্যাশ্রী’ ও ‘উৎকর্ষ বাংলার’ পর ‘সবুজ সাথী’৷ আবারও বাংলার মুকুটে যুক্ত হচ্ছে নয়া পালক৷ রাষ্ট্রসংঘের তরফে পুরস্কার পেতে চলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের এই প্রকল্প৷ সূত্রের খবর, বিশ্বের সেরা পাঁচটি প্রকল্পের মধ্যে একটি নির্বাচিত হয়েছে ‘সবুজ সাথী’৷ আগামী ৯ এপ্রিল এই প্রকল্পকে স্বীকৃতি দেবে রাষ্ট্রসংঘ৷

[উরস থেকে ফেরার পথে গেদে স্টেশনে মিশল দুই বাংলার মন]

Advertisement

২০১৫-তে প্রথম স্কুল পড়ুয়াদের জন্য ‘সবুজ সাথী’ প্রকল্পটি চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ জানা গিয়েছে, এই প্রকল্পে সাইকেল বিলির ফলে রাজ্যের বিভিন্ন জেলাগুলিতে কমেছে স্কুলছুটের সংখ্যা৷ সমীক্ষা বলছে, রাজ্যে মোট নবম শ্রেণি থেকে এবং উচ্চ মাধ্যমিক স্তরের স্কলের সংখ্যা যথাক্রমে ৯ হাজার ২৪২টি এবং ৬ হাজার ৫০০টি। যাদের মধ্যে অনেক স্কুল রয়েছে মূল গ্রাম থেকে পাঁচ বা সাত কিলোমিটার দূরে৷ আগে এই সমস্ত স্কুলে হেঁটে যেতে হত পড়ুয়াদের৷ তবে ২০১৫-তে মুখ্যমন্ত্রীর এই প্রকল্প ঘোষণার পর, সেই পথ এখন সাইকেলে যায় পড়ুয়ারা৷ এই প্রকল্প রাজ্যের শিক্ষিতের হার বৃদ্ধিতেও সাহায্য করেছে বলে মত শিক্ষা মহলের৷

[ডুয়ার্সে পথ দুর্ঘটনায় মৃত্যু মাধ্যমিক পরীক্ষার্থীর]

উল্লেখ্য, রাষ্ট্রসংঘের এক সংস্থার বিচারে চ্যাম্পিয়ন প্রকল্পের শিরোপা পেয়েছে ‘উৎকর্ষ বাংলা।’ এই প্রকল্পও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনা। এক্ষেত্রেও প্রকল্পের নাম তাঁরই দেওয়া। রাজ্যের যুবক-যুবতীদের কর্মদক্ষতা বৃদ্ধিতে ‘উৎকর্ষ বাংলা’ প্রকল্প ফলপ্রসূও হয়েছে। কেন্দ্রের সরকার আগেই এই ক্ষেত্রে রাজ্যকে সেরার সম্মানে ভূষিত করেছিল। এবার সম্মানের শিরোপা এল রাষ্ট্রসংঘের সংস্থা ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন বা আইটিইউ-এর তরফে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement