Advertisement
Advertisement

জমি বিবাদের জের, পেটে লোহার রড ঢুকিয়ে খুন যুবক

প্রতিবেশীর দিকে অভিযোগের আঙুল তুলেছেন মৃতের মা।

S 24 Parganas: Man killed over land dispute
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 3, 2018 6:49 pm
  • Updated:March 3, 2018 7:24 pm  

দেবব্রত মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: জমি বিবাদের জেরে মগরাহাটে খুন যুবক। মৃত যুবকের নাম  জহুরুল ঘরামি (২৫)। অভিযোগ, জমি বিবাদের জেরে খুন হয়েছেন জহুরুল ঘরামি। তিনি মগরাহাট থানার বাঁকিপুর গ্রামের বাসিন্দা। পেটে লোহার রড ঢুকিয়ে নৃশংসভাবে খুন করা হয়েছে তাঁকে। ব্যবসার কাজে শুক্রবার সকালে বাড়ি থেকে বেরিয়েছিলেন জহুরুলবাবু। শনিবার ভোরে গ্রাম লাগোয়া রাস্তার ধারে তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। ঘটনাটি ঘটেছে মগরাহাটের বাঁকিপুর গ্রামে। ছেলের মৃত্যুর জন্য প্রতিবেশীর দিকে অভিযোগের আঙুল তুলেছেন মৃতের মা।

[কিশোরীকে ধর্ষণের অভিযোগ মায়ের প্রেমিকের বিরুদ্ধে, গ্রেপ্তার ২]

জানা গিয়েছে, ব্যবসার জন্য প্রয়োজনীয় কিছু দ্রব্য সামগ্রী কেনার জন্য কলকাতা গিয়েছিলেন জহুরুল। শুক্রবার সকালে ১০ হাজার টাকা সঙ্গে নিয়ে বাড়ি থেকে বেরন তিনি। সঙ্গে ছিলেন এক বন্ধু। মাকে বলে গিয়েছিলেন কলকাতার বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে জিনিসপত্র কিনতে হবে। তাই ফিরতে দেরি হতে পারে। এরপর শুক্রবার রাতেও বাড়ি ফেরেননি ওই যুবক। শনিবার ভোরে গ্রাম লাগোয়া রাস্তার ধারে তাঁর ক্ষতবিক্ষত দেহ পড়ে থাকতে দেখে বাসিন্দারা। বাড়িতে খবর দেওয়া হয়। মা সেরিনা বিবি এসে ছেলের দেহ শনাক্ত করেন।

Advertisement

এই প্রসঙ্গে সেরিনা বিবি বলেন, প্রতিবেশীদের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিবাদ চলছে। মাঝেমাঝেই বিবাদের জেরে অশান্তি হয়। প্রতিবেশীরাই ছেলেকে খুন করেছে বলে তাঁর অভিযোগ। তিনি আরও বলেন, “আমাদের আসল বাড়ি বিলেন্দপুরে। সেখানে কয়েকজন প্রতিবেশীর সঙ্গে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিষয়ে গন্ডগোল চলছিল। বিভিন্নভাবে অত্যাচার করে তারা। আমরা গরীব। আর ওরা প্রভাবশালী। ভয়ে ওই বাড়ি ছেড়ে বাঁকিপুর গ্রামে জামাইয়ের বাড়িতে আছি। তবুও হুমকি থামেনি। এই হুমকির জেরেই খুন হয়েছে ছেলে। সুস্থ সবল ছেলে বাড়ি থেকে ব্যবসার কাজে বেরিয়ে গেল। রাতে ফিরল না। বহু খোঁজাখুঁজির পর দেহ উদ্ধার হল সকালে।”

[পাওনা টাকা ফেরত চাওয়ায় কান, হাতের আঙুল কাটা গেল এক ব্যক্তির!]

ছেলের দেহ উদ্ধারের পরেই থানায় অভিযোগ দায়ের করে ওই যুবকের পরিবার। মগরাহাট থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। খুনের কিনারা করতে তদন্তে নেমেছে পুলিশ।

ছবি সৌজন্য: বিশ্বজিৎ নস্কর 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement