ধীমান রায়, কাটোয়া: লোকসভা ভোটের মুখে কি কথা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি? তাই কি টাকা ঢুকল ব্যাংক অ্যাকাউন্টে? বিভ্রান্তি চরমে পূর্ব বর্ধমানের আউশগ্রামে। সোমবার সকালে টাকা তোলার জন্য স্থানীয় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সামনে গ্রাহকদের লম্বা লাইন পড়ে যায়। তাঁদের দাবি, কারও অ্যাকাউন্টে ১২ হাজার, কারও অ্যাকাউন্টে ৪০ হাজার টাকা ঢুকেছে। কিন্তু, কোথা থেকে এল এত টাকা? রাষ্ট্রায়ত্ত ব্যাংকের আউশগ্রাম শাখার ম্যানেজারের দাবি, ‘আমার দেখেছি, এগ্রিকালচার ইন্সিওরেন্স কোম্পানির ফান্ড থেকে টাকা বিভিন্ন আ্যকাউন্টে ঢুকেছে। তবে আমাদের কাছে নির্দিষ্ট কোনও তথ্য নেই। কৃষি দপ্তর হয়তো বলতে পারবে।’
[স্ত্রীকে কটূক্তি, থানায় ঢুকে অভিযুক্তকে বেদম মার জেলাশাসকের ]
জানা গিয়েছে, দিন কয়েক আগে আউশগ্রামের রাষ্ট্রায়ত্ত ব্যাংকে পাসবই আপডেট করাতে গিয়েছিলেন কয়েকজন গ্রাহক। পাসবই আপডেট করার সময়ে তাঁরা দেখেন, অ্যাকাউন্টে মোটা অংকের টাকা ঢুকেছে৷ মুখে মুখে খবর ছড়িয়ে পড়ে। সোমবার সকালে ব্যাংকের সামনে টাকা তোলার জন্য গ্রাহকদের লম্বা লাইন পড়ে যায়। কিন্তু, হঠাৎ করে অ্যাকাউন্টে এত টাকা এল কোথা থেকে? তা নিয়ে অবশ্য কারওই মাথাব্যথা নেই। সকলেই টাকা হাতছাড়া হওয়ার ভয়েই খবর পাওয়ামাত্রই ব্যাংকে হাজির হয়েছেন। আউশগ্রামের রাষ্ট্রায়ত্ত ওই ব্যাংকে কমপক্ষে ১৫০ জন গ্রাহকের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে বলে জানা গিয়েছে।
গত লোকসভা ভোটের আগে বিদেশ থেকে কালো টাকা উদ্ধারের প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বলেছিলেন, কালো টাকা উদ্ধারের পর নাগরিকদের অ্যাকাউন্টে ১৫ লক্ষ করে টাকা পাঠিয়ে দেবেন। তাহলে কি সেই টাকাই ঢুকল আউশগ্রামের রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অ্যাকাউন্টে? ব্যাংকের ম্যানেজার অর্ক ধরের বক্তব্য, এগ্রিকালচার ইন্সিওরেন্স কোম্পানির ফান্ড থেকে সম্ভবত টাকা এসেছে। তবে ব্যাংকের কাছে নির্দিষ্ট কোনও তথ্য নেই। আউশ্রগ্রাম ১ নম্বর ব্লকের সহ কৃষি অধিকর্তা দেবতনু মাইতিও জানিয়েছেন, ‘২০১৮-১৯ সালে কৃষকদের শস্যবিমার টাকা আসছে বলে শুনেছি।’
[ স্ত্রীকে কটূক্তি, থানায় ঢুকে অভিযুক্তকে বেদম মার জেলাশাসকের]
দিন কয়েক আগে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছিল হাওড়ার উলুবেড়িয়ায়। গ্রাহকদের দাবি, কারও অ্যাকাউন্টে ৬ হাজার টাকা তো কারও অ্যাকাউন্টে ১০ হাজার টাকা ঢুকেছে। ধন্দে পড়ে যান সকলে। শেষ পর্যন্ত জানা যায়, বাংলার ফসল বিমা প্রকল্পের ওই টাকা কৃষকদের দিয়েছে রাজ্য সরকার। কোচবিহারে আবার গুজব রটেছিল যে, পোস্ট অফিসে জিরো ব্যালেন্সে অ্যাকাউন্ট খুললে নাকি ঢুকবে টাকা।
ছবি: জয়ন্ত দাস
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.