Advertisement
Advertisement
ছুরি

প্রচার চলাকালীন ছুরি নিয়ে হামলা, অল্পের জন্য রক্ষা পুরুলিয়ার বিজেপি প্রার্থীর

টার্গেট মিস আততায়ীর, গুরুতর জখম বিজেপি নেতা৷

Purulia BJP candidate attacked during LS Poll rally

ছবি: প্রতীকী

Published by: Sucheta Sengupta
  • Posted:April 26, 2019 12:43 pm
  • Updated:April 26, 2019 12:45 pm  

সুমিত বিশ্বাস, পুরুলিয়া: ভোটের আগে পুরুলিয়ার বিজেপি প্রার্থীর উপর ছুরি নিয়ে হামলা৷ অল্পের জন্য বড় বিপদ থেকে বাঁচলেন প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো৷ ছুরির কোপ লক্ষ্যভ্রষ্ট হওয়ায় গুরুতর জখম স্থানীয় বিজেপি নেতা শালিগ্রাম মাহাত৷ তাঁর গলায় আঘাত লেগেছে৷ তাঁকে প্রথমে কোটশিলা গ্রামীণ হাসপাতালে ভরতি করা হয়৷ আঘাত গুরুতর হওয়ায় পরে স্থানান্তরিত করা হয় পুরুলিয়ার দেবেন মাহাত সদর হাসপাতালে৷

ঘটনা আজ সকাল সাড়ে দশটা নাগাদ। ঝালদা ২ নং পঞ্চায়েত এলাকার কোটশিলায় প্রচারে বেরিয়েছিলেন প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো৷ ‘জনসম্পর্ক অভিযান’ নামে কর্মসূচিতে তাঁর সঙ্গে শামিল হন অন্তত শ’চারেক বিজেপি কর্মী ও সমর্থক৷ মাঝিডি গ্রামে হেঁটেই জনসংযোগ সারছিলেন বিজেপি প্রার্থী৷ এমন সময়ে একটি গলি থেকে ছুরি হাতে এক যুবককে ছুটে আসতে দেখা যায়৷ তিনি প্রার্থীকে লক্ষ্য করেই কোপ দিতে যান৷ কিন্তু উপস্থিত বুদ্ধিতে ভরসা রেখে ঠিক সেই মুহূর্তে সরে যান জ্যোতির্ময় সিং মাহাতো৷ ফলে বেঁচে যান৷ সেই কোপ গিয়ে পড়ে পাশে থাকা বিজেপি নেতা শালিগ্রাম মাহাতোর উপর৷ তাঁর গলায় গভীর ক্ষত তৈরি হয়৷ তাঁকে উদ্ধার করে প্রথমে কোটশিলা গ্রামীণ হাসপাতালে ভরতি করা হয়৷ তারপর স্থানান্তরিত করা হয়েছে দেবেন মাহাতো সদর হাসপতালে৷ তাঁর গুরুতর চোট আছে বলে খবর হাসপাতাল সূত্রে খবর৷

Advertisement

[ আরও পড়ুন : শ্যামনগর স্টেশনে সিগন্যালিং-এ ত্রুটি, শিয়ালদহ মেন লাইনে ব্যাহত ট্রেন চলাচল]

ঘটনার পর পলাতক আততায়ী৷ যথারীতি চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়৷ দলীয় প্রার্থীর উপর এমন হামলার চেষ্টার প্রতিবাদে ঘটনার ঘণ্টাখানেক পর থেকে কোটশিলায় চাষমোড়-তুলিন রাজ্য সড়ক অবরোধ করেন বিজেপি কর্মী, সমর্থকরা৷ কোটশিলা থানায় অভিযোগ দায়ের হয়েছে৷ নির্বাচন কমিশনেও অভিযোগ করা হবে বলে জেলা বিজেপি সূত্রে খবর৷ ঘটনার খবর পেয়ে জ্যোতির্ময় সিং মাহাতোকে ফোন করে তাঁর খোঁজখবর নেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ তাঁর কাছে প্রার্থী অভিযোগ জানান, পুরুলিয়ায় বিজেপির জয় নিশ্চিত বুঝতে পেরে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই তাঁর উপর হামলা চালিয়েছে৷ তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে৷ জেলার সাধারণ সম্পাদক নবেন্দু মাহালির দাবি, এই কাজ সিপিএম-এর৷ এলাকায় সিপিএম-বিজেপির লড়াই চলছে৷ এই ঘটনায় কোনওভাবেই তৃণমূল জড়িত নয়৷

[ আরও পড়ুন : প্রচারে বাদ নানুরের সেনাপতি গদাধর, বোলপুরে বড় লিড তৃণমূলের কাছে চ্যালেঞ্জ]

ঝালদা, কোটশিলা এলাকাটি মূলত বাম এবং কংগ্রেসের শক্ত ঘাঁটি৷ সেখানে বিজেপি প্রার্থীর উপর এমন হামলার চেষ্টায় অভিযোগের তির এই দুই দলের বিরুদ্ধে ওঠা অস্বাভাবিক নয়৷ আবার জ্যোতির্ময় সিং মাহাতোকে প্রার্থী ঘোষণা করার পর তাঁর বিরুদ্ধে ক্ষোভ ছিল জেলা বিজেপি নেতৃত্বের একাংশের৷ এই ঝালদা এলাকাতেই সেই ক্ষোভ দেখা গিয়েছিল৷ তাই ব্যক্তিগত বা দলগত অসন্তোষের জেরে তাঁর উপর এই হামলার চেষ্টা কি না, সেই সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷ জেলার পুলিশ সুপার আকাশ মাঘারিয়া জানিয়েছেন, গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে৷ আততায়ীর খোঁজ চলছে, শুরু হয়েছে তদন্ত৷

prl-bjp

ছবি: অমিত সিং দেও৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement