সঞ্জীব মণ্ডল, শিলিগুড়ি: আয়ার হাত থেকে পড়ে সদ্যোজাতের মৃত্যু। মঙ্গলবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। ঘটনার জেরে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে। পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে রোগীর পরিবার। অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপার কৌশিক সমাজদারও।
[ম্যাট্রিমনি সাইটে প্রতারণা, তরুণীর কাছ থেকে সাড়ে সাত লক্ষ টাকা হাতিয়ে নিল ‘পাত্র’]
সরকারি স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত নন। তাই আয়াদের প্রশিক্ষণ নিয়ে মাথাও ঘামায় না প্রশাসন। অথচ শুধু উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালেই নয়, রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালেরও আয়াদেরই দাপট। রোগীদের দেখভালের জন্য তাঁদের উপর নির্ভর করেন পরিবারের লোকেরা। কিন্তু, আয়ার অসাবধানতায় মর্মান্তিক ঘটনা ঘটে গেল। হাত থেকে পড়ে গিয়ে প্রাণ গেল সদ্যোজাতের। উত্তেজনা ছড়াল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।
অন্তঃস্বত্বা স্ত্রীকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভরতি করেছিলেন শিলিগুড়ির ফাঁসিদেওয়ার বাসিন্দা প্রভাত রায়। সুস্থ সন্তানের জন্ম দিয়েছিলেন তাঁর স্ত্রী কল্যাণী। পরিবারের অভিযোগ, মঙ্গলবার সকালে হাসপাতালের এক আয়ার হাত থেকে মাটিতে পড়ে যায় শিশুটি। সঙ্গে সঙ্গে মাথা ফেটে শুরু হয় রক্তক্ষরণ। চিকিৎসকরা জানিয়েছেন, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সদ্যোজাত শিশুটিকে বাঁচানো যায়নি। খবর পেয়ে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পৌঁছয় প্রভাত রায় ও তাঁর পরিবারের লোকেরা। ঘটনাটি জানাজানি হতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে। হাসপাতালে বিরুদ্ধে গাফিলতির অভিযোগে থানায় এফআইআর করেছে রোগীর পরিবার। আয়ার হাত থেকে পড়েই মৃত্যু কিনা, তা জানার জন্য সদ্যোজাতের দেহের ময়নাতদন্তও হবে বলে জানা গিয়েছে। এদিকে অভিযুক্ত আয়ার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সুপার কৌশিক সমাজদার।
[রান্নাঘরের পিছনে উদ্ধার তরুণীর মুণ্ডহীন দেহ, চাঞ্চল্য ডুয়ার্সে]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.