Advertisement
Advertisement

জুহি কাণ্ড যেন আর না হয়, আরএসএসের সতর্কবার্তা বিজেপিকে

রাজ্য বিজেপির উপর ক্ষুব্ধ আরএসএস এবং বিজেপির কেন্দ্রীয় নেতারাও৷

RSS Warns State BJP in Juhi Chowdhury Case

ছবি প্রতীকী

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 5, 2017 3:09 am
  • Updated:March 5, 2017 3:09 am  

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: জুহি কাণ্ড নিয়ে গেরুয়া শিবিরে ক্রমশ অস্বস্তি বাড়তে থাকায় এবার রাজ্য বিজেপি নেতৃত্বকে সতর্ক করল আরএসএস৷ ভবিষ্যতে দলের কোনও নেতা-নেত্রী যাতে এধরনের কোনও ঘটনায় জড়িয়ে না পড়েন তা নিয়ে রাজ্যের শীর্ষ নেতাদের সতর্ক থাকার কথা বলা হল৷ দলীয় পদে নেওয়ার আগে যেন যাচাই করে নেওয়া হয়৷ সূত্রের খবর, শিশু পাচারের ঘটনায় জুহির নাম ওঠার পরই তাঁকে তত্‍ক্ষণাত্‍ কেন দলীয় পদ থেকে সরানো হয়নি কেন তা নিয়েও রাজ্য বিজেপির উপর ক্ষুব্ধ আরএসএস এবং বিজেপির কেন্দ্রীয় নেতারাও৷ জুহি কাণ্ডে সংঘের হস্তক্ষেপ যথেষ্ট তাত্‍পর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে৷

জুহি কাণ্ডের জেরে কয়েকদিন ধরেই শোরগোল গোটা গেরুয়া শিবিরজুড়ে৷ দলের দীর্ঘদিনের নেতা রবীন্দ্রনারায়ণ চৌধুরি ও তার মেয়ে মহিলা মোর্চার নেত্রী জুহির জন্য দলের সম্মানহানি হওয়ায় ক্ষুব্ধ সংঘের রাজ্যের দায়িত্বে থাকা এক শীর্ষ নেতা রাজ্য বিজেপির কোর কমিটির সঙ্গে বৈঠকে বসেন৷ সূত্রের খবর, সেখানেই সংঘের ওই শীর্ষ নেতা পরিষ্কার জানিয়ে দেন, এর আগে শিশু পাচার কাণ্ডে জড়িয়ে যাওয়া প্রথমে ডাঃ দিলীপ ঘোষ এবং তারপর জুহি চৌধুরি-র জন্য দলের সম্মানহানিই শুধু নয় আরএসএসেরও ভাবমূর্তি নষ্ট হয়েছে৷ কেন জুহিকে প্রথমেই পদ থেকে সরানো হয়নি সেই বিষয়ে অন্য যুক্তি দেখিয়েছিল রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব৷ তাদের যুক্তি, রাজ্যের শাসকদল পুলিশকে দিয়ে বিভিন্ন্ ক্ষেত্রে মিথ্যা মামলা দিচ্ছে বিজেপির নেতা-কর্মীদের উপর৷ জুহির কেসটাও সেধরনের হতে পারে৷ জুহি কাণ্ড নিয়ে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ থেকে শুরু করে রাজ্য শীর্ষ নেতারা যাতে একইধরনের বিবৃতি দেন সেটা নিয়েও সংঘ ও দলের কেন্দ্রীয় নেতৃত্ব বলেছে৷ দেখা গিয়েছে, জুহি নিয়ে দিলীপ ঘোষ, রূপা গঙ্গোপাধ্যায় এবং বাবুল সুপ্রিয় বিভিন্ন সময়ে পৃথক পৃথক বিবৃতি দিয়েছেন৷ দলের অভ্যন্তরে জুহি নিয়ে যাই শোরগোল চলুক না কেন, প্রকাশ্যে অবশ্য জুহির পাশে থেকে গোটা ঘটনায় রাজনৈতিক চক্রান্ত ও বিজেপি নেতাদের ফাঁসানোর চেষ্টা এই তত্ত্বের উপরই জোর দিয়ে রয়েছেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ দলের আইপিএস সেলের সঙ্গে আলোচনায় নেতৃত্বের মনে হয়েছে, পরবর্তী ক্ষেত্রে জুহি মামলা ধোপে টেকা মুশকিল৷ এমনটাই দাবি রাজ্য বিজেপির সম্পাদক সায়ন্তন বসুদের৷

Advertisement

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement