ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আত্মহত্যার চেষ্টা করা এক ব্যক্তির প্রাণরক্ষা করলেন মহিলা রেল আধিকারিক। ওই ব্যক্তিকে নবজীবন দানের সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। রেলের তরফে সিসিটিভি ফুটেজটি টুইট করে ঘটনার কথা জানানো হয়েছে। ওই রেল আধিকারিকের সাহসিকতার প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।
ভাইরাল হওয়া ৫৭ সেকেন্ডের সিসিটিভি ফুটেজ যেন এখন সোশ্যাল মিডিয়ার হটকেক। ওই সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, একটি ব্যক্তি স্টেশনে ঘোরাফেরা করছেন। আচমকাই তিনি রেললাইনে নেমে পড়েন। লাইনের উপর মাথা দিয়ে শুয়ে পড়েন। তাঁকে উদ্ধার করতে এগিয়ে আসেন মহিলা রেল আধিকারিক। ওই ব্যক্তিকে উদ্ধারের প্রায় সঙ্গে সঙ্গেই লাইনের উপর দিয়ে ট্রেন চলে যায়। এই ভিডিও থেকে স্পষ্ট আর এক মুহূর্ত দেরি হলেই বড়সড় বিপদ হতে পারত। ওই ব্যক্তির প্রাণহানির সম্ভাবনাও হয়ত থাকত।
এই ঘটনাটি পূর্ব মেদিনীপুরের। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে মহিলা রেল আধিকারিক কে সুমতিকে। তাঁকে সাহায্য করতে এগিয়ে আসেন স্টেশনে থাকা আরও দুই ব্যক্তিও। নেটিজেনরা ধন্য ধন্য করছেন তাঁদের। তবে ওই ব্যক্তি কেন আত্মহত্যার চেষ্টা করেছিলেন, তা এখনও স্পষ্ট নয়।
#RPF Lady Constable K Sumathi fearlessly pulled a person off the track, moments before a speeding train passes by at Purwa Medinipur railway station.
Kudus to her commitment towards #passengersafety.#MissionJeevanRaksha #FearlessProtector pic.twitter.com/yEdrEb48Tg
— RPF INDIA (@RPF_INDIA) June 8, 2023
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.