প্রতীকী ছবি
রাজকুমার কর্মকার, আলিপুরদুয়ার: মদ খাওয়া ও স্ত্রীকে কটূক্তির প্রতিবাদ করায় আরপিএফ ইন্সপেক্টর ও তাঁর স্ত্রীকে মারধরের অভিযোগ একদল যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারে। ঘটনায় গুরুতর আহত হয়েছেন জওয়ান। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার ঘটনাটি ঘটলেও আজ রবিবার থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। তদন্তে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আহত আরপিএফ জওয়ানের নাম পাপন বর্মন। নিউ আলিপুরদুয়ার স্টেশনে কর্মরত তিনি। স্টেশনের কাছেই বাড়ি তার। শনিবারে তিনি বাড়িতে আসছিলেন সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী। সেই সময় আলিপুরদুয়ার ডি এস কলোনির সবুজ সংঘের মাঠের কাছে একদল যুবক মদপানের আসর জমিয়েছিলেন। পাপন প্রতিবাদ জানান। অভিযোগ, এরপর ওই মদ্যপ যুবকের দল তাঁর উপর হামলা চালায়। তাঁর স্ত্রী থামাতে গেলে তাঁকেও মারধর ও শ্লীলতাহানি করা হয়েছে বলেও অভিযোগ। যুবকদের বিরুদ্ধে আরও অভিযোগ আগেও কয়েকবার আহত আরপিএফ কর্মীর স্ত্রীকে কটূক্তি করেছে তারা।
মারধরের জেরে মাথায় গুরুতর আঘাত লাগে পাপনের। তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই চিকিৎসাধীন তিনি। অবস্থা আশঙ্কাজনক না হলেও আঘাত গুরুতর বলে হাসপাতাল সূত্রে খবর। এই ঘটনার পর এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.