Advertisement
Advertisement

মেদিনীপুর শহর লাগোয়া মুড়াকাটা গ্রামে বাঘের পায়ের ছাপ, ছড়াল আতঙ্ক

জঙ্গলের পথে এড়িয়ে চলা পরামর্শ বন দপ্তরের।

Royal Bengal Tiger pug marks in Midnapore suburb spark panic
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 7, 2018 2:59 pm
  • Updated:September 14, 2019 11:18 am

সম্যক খান, মেদিনীপুর: উদ্যোগে কোনও খামতি নেই। কিন্তু, তার নাগাল পাওয়া যাচ্ছে না। কোথায় যে বাঘ ঘাপটি মেরে বসে রয়েছে, তা জানা নেই কারও। বড় বড় পায়ের ছাপে ছড়াচ্ছে আতঙ্ক। শালবনি, ধেড়ুয়ার পর এবার বাঘের পায়ের ছাপ দেখা গেল মেদিনীপুরের শহরের খুব কাছে মুড়াকাটা গ্রামে। ঘটনার সত্যতা স্বীকার করে নিয়েছেন মেদিনীপুরের ডিএফও রবীন্দ্রনাথ সাহা। তিনি জানিয়েছেন, ওই এলাকায় বাঘ রয়েছে। গ্রামবাসীদের জঙ্গলের পথ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

[এখনও অধরা বাঘ, নতুন করে আতঙ্ক ছড়াল পশ্চিম মেদিনীপুরের ধেড়ুয়ায়]

Advertisement

পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ার মতো জঙ্গলমহলের জেলাগুলিতে প্রায়শই হাতির হানা ক্ষতির মুখে পড়েন গ্রামবাসী। হাতির দৌরাত্ম্যে জমির ফসল নষ্ট হয়, বাড়িঘর ভাঙে। তবে এই তল্লাটে কস্মিনকালেও বাঘের দেখা পাওয়া যায়নি। কিন্তু, এবার সেই বাঘের আতঙ্কেই থরহরিকম্প অবস্থা পশ্চিম মেদিনীপুরের জঙ্গল লাগোয়া গ্রামের বাসিন্দাদের। শনিবার লালগড়ের মধুপুরের মেলঘেড়িয়া জঙ্গলে লাগানো ক্যামেরায় বাঘের ছবি ধরা পড়ে। এরপরই বাঘ উদ্ধার করতে তৎপর হয় বন দপ্তর। লালগড়ের জঙ্গলের ছাগলের টোপ দিয়ে জাল পাতা হয়েছে। কিন্তু, এখনও বাঘ ধরা পড়েনি। সোমবার বন দপ্তর জানিয়েছিল, বাঘটি সম্ভবত চাপরা রেঞ্জের দিকে সরে গিয়েছে। রবিবার রাতে ধেড়ুয়া একটি গরুকে নাকি বাঘ তাড়াও করেছিল। আর এবার বাঘের আতঙ্ক পৌঁছে গেল একেবারে মেদিনীপুর শহরের দোরগোড়ায়।

[লালগড়ে এবার ঢুকল হাতি, বাঘের আতঙ্ক ছড়াল শালবনিতেও]

জেলা সদর মেদিনীপুর থেকে মাত্র চার কিমি দূরে মুড়াকাটা গ্রাম। গ্রামবাসীদের দাবি, মঙ্গলবার গভীর রাতে কুকুরের চিৎকার শুনতে পান তাঁরা। বাঘের আতঙ্কে লাঠি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েন সকলে। জঙ্গলের রাস্তায় বাঘে পায়ের ছাপ দেখতে পান গ্রামবাসীরা। খবর দেওয়া হয় বন দপ্তরে। বন দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে যান। তাঁরা জানান, মোরামের রাস্তায় যে পায়ের ছাপগুলি দেখা গিয়েছে, সেগুলি বাঘের। তুমুল আতঙ্ক ছড়িয়ে পড়েছে মুড়াকাটা গ্রামে। মেদিনীপুরের ডিএফও ররীন্দ্রনাথ সাহা জানিয়েছেন, মুড়াকাটা গ্রামের আশেপাশে বাঘটি রয়েছে। জঙ্গলের পথে এড়িয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এলাকায় জারি করা হয়েছে সতর্কতা।

ছবি: নিতাই রক্ষিত

[উত্তরবঙ্গ থেকে চোরাপথে বিদেশে পাচার হয়ে যাচ্ছে ভল্লুকের নকল পিত্ত!]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement