Advertisement
Advertisement

Breaking News

Royal Bengal Tiger

ঘাড়ে কামড়ে মৎস্যজীবীকে জঙ্গলে টেনে নিয়ে গেল বাঘ! সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে বিপত্তি

দিন দুই আগেই চরঘেরি এলাকায় এক মৎস্য়জীবীকে এভাবেই টেনে নিয়ে গিয়েছিল বাঘ।

Royal Bengal Tiger mauls fisherman to death in Sunderbans | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Sucheta Sengupta
  • Posted:August 25, 2022 4:44 pm
  • Updated:August 25, 2022 4:46 pm  

দেবব্রত মণ্ডল, বারুইপুর: ফের সুন্দরবনে বাঘের (Tiger) আক্রমণ। নিখোঁজ হলেন এক মৎস্যজীবী। ঘটনাটি ঘটেছে বৃহষ্পতিবার সকালে বসিরহাট রেঞ্জের সুন্দরবনের (Sunderban) মরিচঝাঁপি জঙ্গলে। এদিন ভোরে গাঁড়াল নদীতে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের মুখে পড়েন মৎস্যজীবী দুর্গাপদ বরকন্দাজ। তাঁর বয়স ৬১ বছর। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাঘটি অতর্কিতে দুর্গাপদর উপর ঝাঁপিয়ে পড়ে। তারপর ঘাড়ে কামড় দিয়ে গভীর জঙ্গলে টেনে নিয়ে যায়। এখনও পর্যন্ত ওই মৎস্যজীবীর কোনও সন্ধান পাওয়া যায়নি বলে খবর।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহষ্পতিবার ভোরে গোসাবা (Gosaba) ব্লকের কালিদাসপুর গ্রামের বাসিন্দা মৎস্যজীবী দুর্গাপদ বরকন্দাজ ও তার প্রতিবেশী লক্ষ্মী মিস্ত্রি ডিঙি নৌকা নিয়ে সুন্দরবনের মরিচঝাঁপি জঙ্গলে গিয়েছিলেন কাঁকড়া ধরতে। তাঁরা নেট ফেনসিংয়ের বাইরে বড় নদীর ধারে কাঁকড়া ধরছিলেন। ঠিক সেই মুহূর্তে সুন্দরবনের গভীর জঙ্গল থেকে বেরিয়ে আসে রয়্যাল বেঙ্গল টাইগার (Royal Bengal Tiger)। আচমকা ওই নেটের বাইরে  বেরিয়ে এসে তাঁদের উপরে অতর্কিতে ঝাঁপিয়ে পড়ে আক্রমণ করে। কেউ কিছু বুঝে ওঠার আগেই দুর্গাপদর ঘাড়ে কামড় দিয়ে তাকে নিয়ে গাঁড়াল নদীর জলে ঝাঁপিয়ে পড়ে বাঘটি। এরপর তাঁকে টানতে টানতে ডাঙায় উঠে সুন্দরবনের গভীর জঙ্গলে পালিয়ে যায়। ওই দৃশ্য দেখে বাকরুদ্ধ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন সঙ্গী লক্ষ্মী মিস্ত্রি।

Advertisement

[আরও পড়ুন: আসানসোল জেলে ঠাঁই অনুব্রতর, কেমন কাটল প্রথম রাত?

নদীর ওপারে দাঁড়িয়ে থাকা গ্রামবাসীরাও এই দৃশ্য দেখেছেন। তাঁরা সেসময় কিছু করতে না পারলেও পরে একত্রিত হয়ে একটি ছোট নৌকায় চেপে ঘটনাস্থলে পৌঁছে যান। সুন্দরবনের জঙ্গলে নেমে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করলেও নিখোঁজ মৎস্যজীবীর কোনও সন্ধান না পাওয়া ফিরে আসেন। খবর পৌঁছয় কালিদাসপুর এলাকায়। আচমকা এমন মর্মান্তিক খবর পেয়ে শোকে কান্নায় ভেঙে পড়ে দুর্গাপদর পরিবার। গোটা গ্রামে নেমে আসে শোকের ছায়া।

[আরও পড়ুন: সৎ মায়ের বঞ্চনায় ঠাঁই হয়েছিল আস্তাকুঁড়ে, নতুন ঠিকানা দিয়ে মানবিক বিচারপতি গঙ্গোপাধ্যায়]

উল্লেখ্য, গত মঙ্গলবার ভোরে সুন্দরবনের ঝিলা ৫ জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন গোসাবা ব্লকের সুন্দরবন উপকূল থানার অন্তর্গত লাহিড়ীপুর গ্রাম পঞ্চায়েতের চরঘেরি মৎস্যজীবীর নাম শিবপদ সরকার। সেই ঘটনার রেশ মিটতে না মিটতেই ফের আবার বাঘের আক্রমণে নিখোঁজ আরেক মৎস্যজীবী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement