Advertisement
Advertisement

দফায় দফায় বৈঠকে কাটল জটিলতা, আগামিকাল বড়মার অন্ত্যেষ্টি

বীণাপাণি দেবীর মুখাগ্নি করবেন মঞ্জুলকৃষ্ণ ঠাকুর৷

Row over Matua matriarch cremation
Published by: Sayani Sen
  • Posted:March 6, 2019 1:10 pm
  • Updated:March 6, 2019 4:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মতুয়া মহাসংঘের প্রধান বীণাপাণি দেবীর মৃত্যুর বেশ কয়েকঘণ্টা পর কাটল শেষকৃত্য নিয়ে জটিলতা৷ বুধবার সকাল থেকে দফায় দফায় বৈঠকের পর বড়মার নাতি শান্তনু ঠাকুর বলেন, ‘‘বুধবার রাতভর ঠাকুরনগরে শেষ শ্রদ্ধা জানানো যাবে বড়মাকে৷ বৃহস্পতিবার বিকাল চারটে নাগাদ অন্ত্যেষ্টি হবে তাঁর৷ বীণাপাণি দেবীর মুখাগ্নি করবেন তাঁর ছেলে মঞ্জুলকৃষ্ণ ঠাকুর৷’’   

[শেষযাত্রায় বড়মা, শ্রদ্ধা জানাতে অগণিত ভক্তের ঢল]

দীর্ঘদিন ধরেই বার্ধ্যকজনিত রোগে ভুগছিলেন বড়মা৷ গত বৃহস্পতিবার অসুস্থতা বাড়ে তাঁর৷ মুখ্যমন্ত্রীর নির্দেশে ভরতি করা হয় কল্যাণীর জেএনএম হাসপাতালে৷ অবস্থার অবনতি হওয়ায় এসএসকেএমে স্থানান্তরিত করা হয় বড়মাকে৷ মুখ্যমন্ত্রী এসএসকেএমে গিয়ে বীণাপাণি দেবীর সঙ্গে দেখা করেন৷ মঙ্গলবার রাত ৮.৫২ মিনিটে মারা যান বড়মা৷ মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী, বুধবার সকালেই এসএসকেএম থেকে বীণাপাণি দেবীর মরদেহ যশোর রোড হয়ে পৌঁছায় তাঁর ঠাকুরনগরের বাড়িতে৷ সেখানেই নাটমন্দিরে আপাতত শায়িত রয়েছেন নিথর বড়মা৷ রাতভর সেখানেই তাঁকে শেষ শ্রদ্ধা জানানো যাবে৷ রাজ্য সরকারের নির্দেশে রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে বীণাপাণি দেবীর৷ ইতিমধ্যেই অগণিত ভক্ত ভিড় জমিয়েছেন ঠাকুরনগরে৷ ভারাক্রান্ত গোটা এলাকা৷ 

Advertisement

[দুই সতীনে লঙ্কাকাণ্ড, মান বাঁচাতে বিষ খেয়ে আত্মহত্যা স্বামীর]

আজ নাকি কাল, কবে হবে বড়মার শেষকৃত্য তা নিয়ে বুধবার সকাল থেকে চলছিল টানাপোড়েন৷ দাহ করা হবে নাকি সমাধিস্থ করা হবে বীণাপাণি দেবীকে সে বিষয়েও দ্বিধাবিভক্ত ছিল ঠাকুর পরিবার৷ মঞ্জুলকৃষ্ণ ঠাকুরের ছেলে তথা বড়মার নাতি শান্তনু ঠাকুর এবং মতুয়া মহাসংঘের প্রতিনিধিরা দফায় দফায় বৈঠক করেন৷ ওই বৈঠকের পরই বিকালে শান্তনু বলেন, ‘‘সকলের প্রতিনিধি বড়মা৷ গোটা দেশে ছড়িয়ে রয়েছেন তাঁর ভক্তেরা৷ শেষ শ্রদ্ধা জানাতে চান প্রত্যেকেই৷ ভক্তদের কথা ভেবে আজ রাতভর তাঁর দেহ নাটমন্দিরে রাখা হবে৷ সারা রাত ধরেই ভক্তেরা শেষ শ্রদ্ধা জানাতে পারবেন বীণাপাণি দেবীকে৷ আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার বিকাল চারটের পর শেষকৃত্য হবে তাঁর৷ বড়মার মুখাগ্নি করবেন তাঁর ছেলে মঞ্জুলকৃষ্ণ ঠাকুর৷’’  রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে বড়মার৷ শেষকৃত্য নিয়ে জটিলতা কাটলেও, মতুয়া মহাসংঘের পরবর্তী প্রধান কে হবেন তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি৷ 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement