Advertisement
Advertisement
Paresh Chandra Das

ফেসবুক পোস্টে পিকে’র প্রশংসা, তুঙ্গে বিজেপি নেতা পরেশচন্দ্র দাসের দলবদলের জল্পনা

যদিও এ ব্যাপারে মুখে কুলুপ বর্ধমান পূর্বের বিজেপি নেতৃত্বের।

Row over facebook post of BJP leader Paresh Chandra Das।Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:January 8, 2021 4:03 pm
  • Updated:January 8, 2021 4:19 pm  

সৌরভ মাজি, বর্ধমান: বিধানসভা নির্বাচনের (Assembly Election 2021) আগে তৃণমূলে দলবদলের হিড়িক লেগেছে। ক্রমশ বাড়ছে ‘বেসুরো’দের ভিড়। তবে এবার একেবারে উলটপুরাণ। জেপি নাড্ডার জেলা সফরের আগেই ফেসবুকে বিস্ফোরক পোস্ট গত লোকসভা নির্বাচনে বর্ধমান পূর্ব কেন্দ্রের বিজেপি প্রার্থী পরেশচন্দ্র দাসের। তৃণমূলের ভোটকৌশলী প্রশান্ত কিশোরের প্রশংসা করলেন তিনি। আর এহেন পোস্টের পরে পরেশচন্দ্র দাসকে নিয়েই তৈরি হয়েছে জল্পনা। 

এদিন ফেসবুকে পোস্টে তিনি লেখেন, “আগামী বিধানসভার ভোটে, চারটি দল (কং, টি এম, ছি পি এবং নূতন অবতার মিম) বি জে পি র সমস্ত রকম equation কে বদলে দিতে পারে বলে আমার মনে হয়। সাবধানে, at least ৯ টি বড় জেলাকে চিহ্নিত করে এগোনো ছাড়া অন্য কোন পথ খোলা নেই। অবিলম্বে অপদার্থ জেলা সভাপতিদের অন্য পদে সরিয়ে, যোগ্য ব্যক্তিদের জেলায় আনা ছাড়া কি option আছে আমাদের? অধিকাংশ বুথের সংগঠন কেমন? তা কি আমাদের স্মরণ আছে? অভি নেহি তো কভি নেহি’। ঈশ্বর আমাদের সুমতি দিন এ প্রার্থনা করি, কারণ আমরা জানি “prevention is better than cure”. মাননীয় শুভেন্দু অধিকারী যতোই “পি কে”কে ” ফিকে” বলুন না কেন, পি কে কিন্তু little short of a genius!”

Advertisement

 

আগামী বিধানসভার ভোটে, চারটি দল ( কং, টি এম, ছি পি এবং নূতন অবতার মিম) বি জে পি র সমস্ত রকম equation কে বদলে দিতে পারে…

Posted by Paresh Chandra Das on Thursday, 7 January 2021

[আরও পড়ুন: আতঙ্কের মাঝে সুখবর, পুরুলিয়ায় নিয়ন্ত্রণে করোনা পরিস্থিতি, রোগীশূন্য কোভিড হাসপাতাল]

আগামিকাল জেপি নাড্ডার বর্ধমান সফর। তার আগে গত লোকসভা নির্বাচনে বর্ধমান পূর্ব কেন্দ্রের বিজেপি প্রার্থী পরেশচন্দ্র দাসের এমন বিস্ফোরক পোস্ট। দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। আবার তৃণমূলের ভোটকৌশলীর প্রশংসাও করেছেন। স্বাভাবিকভাবেই এই পোস্টের ফলে দু’ধরনের রাজনৈতিক জল্পনা তুঙ্গে। কেউ কেউ বলছেন, বিজেপির অন্দরে যে ফাটল ধরতে শুরু করেছে তা পরেশচন্দ্র দাসের পোস্টেই স্পষ্ট। আবার কেউ কেউ মনে করছেন, পরেশচন্দ্র দাস বিধানসভা নির্বাচনের আগে বিজেপি ছেড়ে ঘাসফুল শিবিরে নাম লেখাতে চলেছেন। যদিও এ ব্যাপারে মুখে কুলুপ স্থানীয় বিজেপি নেতৃত্বের। প্রতিক্রিয়া পাওয়া যায়নি পরেশচন্দ্র দাসেরও। 

[আরও পড়ুন: মালদহে অষ্টম শ্রেণির ছাত্রকে ‘অপহরণ ও খুন’, পুলিশের জালে সহপাঠী-সহ ৪]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement