ধীমান রায়, কাটোয়া: ফের দূরপাল্লার ট্রেনে পচা খাবার দেওয়ার অভিযোগ। দিনভর অভুক্ত থাকলেন যাত্রীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় বোলপুর স্টেশনে বিক্ষোভে দেখালেন হাওড়াগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যাত্রীরা। লিখিত অভিযোগও দায়ের করেছেন তাঁরা। তদন্তের আশ্বাস দিয়েছে রেল কর্তৃপক্ষ।
[টিভি দেখা নিয়ে বোনদের সঙ্গে বচসার জের, আত্মঘাতী পঞ্চম শ্রেণির ছাত্রী]
অম্বুবাচি উপলক্ষে অসমের কামাখ্যায় গিয়েছিলেন বর্ধমানের গুসকরার জনা তিরিশেক বাসিন্দা। বুধবার রাতে গুয়াহাটি থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে উঠেছিলেন তাঁরা। এক কামরাতেই ছিলেন সকলে। যাত্রীদের অভিযোগ, নিউ জলপাইগুড়ি স্টেশনে রেলের ক্যান্টিনেই খাবার অর্ডার দিয়েছিলেন। সেই খাবার যখন তাঁরা হাতে পান, ততক্ষণে কিষাণগঞ্জ স্টেশনে পৌঁছে গিয়েছে ট্রেন। এখানেই শেষ নয়, খাবার প্যাকেট খোলার পরই দুর্গন্ধ বেরোতে থাকে বলে অভিযোগ। ট্রেনের খাবার আর মুখে তুলতে পারেননি যাত্রীরা। খালি পেটেই রাত কাটাতে হয়। পর্যটকদের দলের বেশ কয়েজন শিশুও ছিল বলে জানা গিয়েছে।
কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রসের যাত্রীরা জানিয়েছেন, কিষাণগঞ্জ স্টেশনে পচা খাবার বিষয়ে টিকিট পরীক্ষকের কাছে অভিযোগ জানিয়েছিলেন তাঁরা। কিন্তু, যাত্রীদের অভিযোগ শুনতেই চাননি তিনি। ট্রেন মালদহ স্টেশনে পৌঁছলে, ফের স্টেশনে ম্যানেজারের কাছে অভিযোগ জানান কাঞ্চনজঙ্ঘা এক্সেপ্রেসে যাত্রীরা। তাঁদের দাবি, বোলপুর স্টেশনে মেনে অভিযোগ জানানোর পরামর্শ দেন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যায় বোলপুর স্টেশনে পৌঁছয় হাওড়াগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। নেমে পড়েন যাত্রীরা। শুধু লিখিত অভিযোগ দায়ের করাই নয়, স্টেশনে ম্যানেজারের ঘরের সামনে রীতিমতো বিক্ষোভ দেখান যাত্রীরা। বিষয়টি তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছে রেল কর্তৃপক্ষ।
দেখুন ভিডিও:
ছবি: জয়ন্ত দাস
[ডেঙ্গুর আঁতুরঘর খোদ পুরসভা, আতঙ্কে কর্মীরা]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.