Advertisement
Advertisement

Breaking News

Hooghly

অনুপ্রেরণা মুখ্যমন্ত্রীর শান্তিবার্তা, হুগলিতে সম্প্রীতির পরিবেশে হিন্দুপাড়ায় গোলাপ বিলি সংখ্যালঘুদের

ওয়াকফ আইনের বিরোধিতাও করা হয়।

Roses distributed to minority communities in Hooghly to send a message of harmony

গোলাপ ফুল বিতরণ চলছে পথচলতিদের মধ্যে। নিজস্ব চিত্র

Published by: Suhrid Das
  • Posted:April 20, 2025 6:58 pm
  • Updated:April 20, 2025 7:41 pm  

সুমন করাতি, হুগলি: সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ হচ্ছে। মুর্শিদাবাদের ধুলিয়ান, সামশেরগঞ্জ, সুতি-সহ একাধিক জায়গাতেও অশান্তি ছড়িয়েছিল। হিংসার কারণে বহু পরিবার ঘরছাড়া। বহু বাড়ি, দোকান জ্বালিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ। মুর্শিদাবাদে গিয়েছেন এলাকায় জাতীয় মহিলা কমিশনের সদস্যরা। এলাকায় স্থায়ী বিএসএফ ক্যাম্পের দাবি জানানো হয়েছে। শান্তির বার্তা দিতে হুগলির রিষড়াতে এবার পদক্ষেপ করা হল। সম্প্রীতির পরিবেশ রাখতে এদিন গোলাপ ফুল বিতরণ করা হল এলাকায়। সংখ্যালঘু সমাজের একাংশের মানুষ এদিন পথে নেমে ফুল বিতরণ করলেন।

আজ রবিবার হুগলির রিষড়া এলাকায় সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদ দেখানো হয়। শুধু তাই নয়, পাশাপাশি কোনওরকম অশান্তি যাতে না ছড়ায়, সেজন্য সম্প্রীতির বার্তাও দেওয়া হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন রিষড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সবেদাদ হোসেন, আইএনটিটিইউসির ব্লক প্রেসিডেন্ট গৌতম চক্রবর্তী-সহ অন্যান্যরা। উপপ্রধান সাবেদাদ হোসেন বলেন, কেন্দ্র সংবিধানকে অমান্য করে ওয়াকফ বিল পাশ করিয়েছে। সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন জমা পড়েছে। রাজ্যে এই আইন বলবত করতে দেবে না বলে  জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেন, রাজ্যের কিছু জায়গায় অশান্তি ছড়িয়েছে। সাধারণ মানুষকে সচেতন করতে, রাজ্যের শান্তিশৃঙ্খলা বজায় রাখার আবেদন জানাতেই এই পদক্ষেপ করা হল। সাধারণ মানুষের মধ্যে এদিন গোলাপ ফুল বিতরণ করা হল।

Advertisement

শ্রীরামপুর উত্তরপাড়া ব্লকের আইনটিইউসির সভাপতি গৌতম চক্রবর্তী, বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছেন। তাঁর কথায়, বিজেপি রাজ্যে সম্প্রীতি নষ্টের চেষ্টা করছে। আগামী বছরের বিধানসভা নির্বাচনের আগে বিক্ষিপ্তভাবে অশান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। হিন্দু ও মুসলমান দুই সম্প্রদায়ের মধ্যে যাতে কোনও বিভেদ তৈরি না হয়, সেজন্যই এই প্রচেষ্টা। হিংসা বর্জন করে ভালোবাসার বার্তা ছড়ানোর উদ্দেশ্যেই এই গোলাপ ফুল বিতরণ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub