Advertisement
Advertisement

মুখ্যমন্ত্রীর হতাশাতেই হাওড়া গ্রামীণ এসপির অপসারণ, বিস্ফোরক রূপা

হাওড়া গ্রামীণের এসপি-র অপসারণের ঘটনায় এদিন তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি৷

 Roopa Ganguly Says The Hon'ble CM vented her frustration by transferring the SP of Howrah Rural
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 22, 2016 3:07 pm
  • Updated:June 22, 2022 3:47 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যে সাম্প্রদায়িক অশান্তির প্রসঙ্গে ফের সুর চড়ালেন বিজেপিনেত্রী তথা সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়৷ হাওড়া গ্রামীণের এসপি-র অপসারণের ঘটনায় এদিন তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি৷

ধুলাগড়ে সাম্প্রদায়িক দাঙ্গা নিয়ে বুধবার থেকেই সরব হয়েছিল বিজেপি৷ রূপার নেতৃত্বে রাজ্য বিজেপির মহিলা মোর্চা গণতন্ত্র রক্ষা কর্মসূচি পালন করেছিল৷ পাশাপাশি সরব হয়েছিলেন দলের রাজ্য সচিব সিদ্ধার্থনাথ সিং৷ তাঁর দাবি ছিল, মুখ্যমন্ত্রীর মুসলিম তোষণের রাজনীতিই রাজ্যে সাম্প্রদায়িক অশান্তিতে উসকানি দিচ্ছে৷ টিপু সুলতান মসজিদের ইমামের সাম্প্রতিক এক মন্তব্যকে উদাহরণ হিসেবে টেনে তিনি তৃণমূলের এই প্রশ্রয়ের রাজনীতির প্রমাণ দেন৷ তাঁর অভিযোগ, যে ছ’টি জেলায় বিজেপির শক্তিবৃদ্ধি হয়েছে সেখানেই শাসকদলের সংখ্যালঘু শাখা গণ্ডগোল বাধাচ্ছে৷

Advertisement

এদিন একই অভিযোগে টুইটারে সরব হলেন রূপা গঙ্গোপাধ্যায়৷ তাঁর দাবি, মুখ্যমন্ত্রীর উচিত কনভয় থামিয়ে, গাড়ির কাচ নামিয়ে মানুষের কথা শোনা৷ সম্প্রতি হাওড়া গ্রামীণের এসপি পদে সব্যসাচী রমন মিশ্রের পরিবর্তে এসেছেন সুমিত কুমার৷ এই পদক্ষেপ নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি৷ তাঁর দাবি, মুখ্যমন্ত্রী নিজের হতাশা ঢাকতেই এসপিকে সরিয়েছেন৷

রাজ্যের একাধিক স্থানে সাম্প্রদায়িক অশান্তির প্রসঙ্গে অবশ্য আগেই সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ বাঁকুড়ার প্রশাসনিক সভা থেকে তিনি এ বিষয়ে বার্তাও দিয়েছিলেন৷ অভিযোগ করে জানিয়েছিলেন, কোনও কোনও দল পয়সা দিয়ে রাজ্যে দাঙ্গা বাধাতে চাইছে৷ যে কোনও ঘটনারই ধর্মীয় মেরুকরণ করা হচ্ছে বলেও দাবি তাঁর৷ তবে যে কোনও মূল্যে  এই অশান্তি বাধানোর চেষ্টা যে রুখে দেওয়া হবে, সে ইঙ্গিতও দিয়েছিলেন তিনি৷ যদিও একাধিকবার তাঁর বার্তা দেওয়ার পরও রাজ্যের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত সাম্প্রদায়িক অশান্তি লেগেই আছে৷ কাটোয়া থেকে নৈহাটি, চন্দ্রকোণা থেকে ধুলাগড়- তালিকায় যোগ হচ্ছে একের পর এক জায়গার নাম৷ আর এই ইস্যুকে পুরোমাত্রায় কাজে লাগাতেই বদ্ধপরিকর রাজ্য বিজেপি৷ সম্প্রতি ধুলাগড় নিয়ে বিজেপির সক্রিয়তা সেদিকেই ইঙ্গিত দিচ্ছে৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement